শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার! হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী লামায় অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা-প্রশাসন নসরুল হামিদের ৩৬ কোটি টাকার সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি তিন উপদেষ্টাকে বিপ্লবী হতে বললেন সারজিস আলম জামিন নামঞ্জুর, কারাগারে আওয়ামী লীগ নেতা বলরাম ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা কোরিয়া থেকে ৬৯৩ কোটি টাকার এলএনজি কিনবে সরকার সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধান শুরু কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলিকে আইসিসির শাস্তি শেখ হাসিনা-শেখ রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সচিবালয়ে অগ্নিকাণ্ডে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি ফখরুলের ১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার রাজ্জাক যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত প্রাণ এএমসিএলের ৩২ শতাংশ লভ্যাংশ অনুমোদন সেতু মন্ত্রণালয় থেকে বাদ যাচ্ছে ১১১৮৬ কোটি টাকার অপ্রয়োজনীয় ব্যয় বিমানের সিটের নিচে মিলল ২০ সোনার বার, যাত্রী আটক ‘পিলখানা হত্যায় নিরপেক্ষ থেকে ষড়যন্ত্র চিহ্নিত করা হবে’ চোখের জলে এক বীরকে বিদায় দিল ফায়ার সার্ভিস

শ্রমিক দিবসের সমাবেশ সফল করতে চলছে জোর প্রস্তুতি: খালেদা জিয়া প্রধান বক্তা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬
  • ১৯১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশকে ঘিরে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনে চলছে টানটান উত্তেজনা। দলের সর্বস্তরের নেতা-কর্মিরা সমাবেশকে যেকোন মূল্যে সফল করতে চায়। দলের কেন্দ্রীয় পর্যায় থেকে এমন নির্দেশনা তৃণমূলে পাঠানোও হয়েছে। আজ শনিবার শ্রমিক দিবসের সমাবেশকে সফল করতে দলটির সিনিয়র নেতারা বৈঠকেও বসবেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

ইতোমধ্যেই পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে ২৪ শর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। দলটির সহযোগী সংগঠন শ্রমিক দলের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বৃহস্পতিবার সমাবেশের অনুমতি দিয়েছে বলে জানান দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এর আগে গণপূর্ত অধিদফতরও সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি দেয়।

শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন রিজভী বলেন, সমাবেশ সফল করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। অন্য সময় সমাবেশ করার আগে পুলিশের পক্ষ থেকে যে ধরনের শর্ত দেয়া হয়, এবারও একই শর্ত দেয়া হয়েছে। বেলা ২টায় শুরু হয়ে সন্ধ্যার আগেই এ সমাবেশ শেষ হবে বলে জানান রিজভী।

এদিকে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মারুফ হোসেন সরদার বলেন, শর্তসাপেক্ষে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ। জানা গেছে, শর্তগুলোর অন্যতম হচ্ছে- বেলা ২টা থেকে শুরু করে বিকাল সাড়ে ৫টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে- এমন কোনো বক্তব্য দেয়া বা ব্যঙ্গচিত্র প্রদর্শন করা যাবে না। মিছিল নিয়ে সমাবেশে আসা যাবে না।

তিনি বলেন, উস্কানিমূলক কোনো প্রচারপত্র বিলি করা যাবে না। রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য দেয়া বা কর্মকাণ্ড চলবে না। সমাবেশের নির্ধারিত সময়ের আগে উদ্যান বা তার আশপাশের রাস্তায় সমবেত হওয়া যাবে না। যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়- এমন কিছু করা যাবে না।

সমাবেশের প্রস্তুতি প্রসঙ্গে রিজভী বলেন, ঢাকা মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ইতিমধ্যে প্রস্তুতি সভা করেছে। আশা করছি, নির্ধারিত সময়ের আগেই সব প্রস্তুতি সম্পন্ন হবে। সমাবেশে ঢাকা ও এর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, গাজীপুর, টঙ্গী, নরসিংদীসহ বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা যোগ দেবেন বলে জানান রিজভী। দলের মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস সব থানা-ওয়ার্ড থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, আবদুস সালাম, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com