বাংলা৭১নিউজ, ডেস্ক: আজ ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন।এই নির্বাচনকে ঘিরে সেখানে চলছে টানটান উত্তেজনা। সেখানকার বাম সংগঠনগুলো, কংগ্রেস ও বিজেপি সকল দলই
আসন পাওয়ার জন্য জোর প্রচারণা চালিয়েছে। আর পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন মমতা বন্দোপাধ্যায়ের সিপিএম এবারও তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে আদাজল খেয়ে নেমেছে।
ভোটাররা কাকে বেছে নিবেন-তা নিশ্চিত করতেই ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পঞ্চম দফায় আজ শনিবার ভোট হচ্ছে কলকাতাসহ তিন জেলায়।
কলকাতায় ভোট হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরসহ বিধানসভার দশটি আসনে।
তা ছাড়াও দক্ষিণ ২৪ পরগনায় ২৫টি আর হুগলি জেলার ১৮টি আসনে আজ ভোট হচ্ছে। রাজ্যে পঞ্চম দফায় ভোট হচ্ছে বিধানসভার মোট ৫৩টি আসনে। খবর আনন্দবাজার পত্রিকার।
এ্রই নির্বাচনে তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাম-কংগ্রেস জোট প্রার্থী দীপা দাশমুন্সি। রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম, জাভেদ খান, অরূপ বিশ্বাস ও পার্থ চট্টোপাধ্যায়ের মতো মন্ত্রীরা।
সিপিএমের সুজন চক্রবর্তী, কংগ্রেসের আবদুল মান্নান, বিজেপি-র চন্দ্র কুমার বসুরও ভাগ্য নির্ধারিত হবে আজ।
বাংলা৭১নিউজ/সূত্র:আনন্দবাজার পত্রিকা