বাংলা৭১নিউজ,কক্সবাজার ব্যুরো: কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ঈদগড়-বাইশারি সড়কের হিমছড়ির ঢালা থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ১৬ মার্চ সকাল ১০টায় মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে নিহতদের পরিচয় জানাযায়নি।
সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন শুক্রবার ভোরে ও এলাকায় গেলে মরদেহগুলো দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।ঈদগাও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মিনহাজ মাহমুদ ভুইয়া বলেন, নিহতদের শরীরে ছুরির আঘাত, দা’য়ের কোপ ও গুলির চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাংলা৭১নিউজ/জেএস
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাজারে আগুনে পুড়েছে অর্ধশত দোকান
উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে আগুনে পুড়ে গেছে অর্ধশত দোকান। প্রাথমিক ধারণায় এতে ক্ষয় ক্ষতির পরিমান কোটি টাকার উপরে বলে জানাগেছে।
বৃহস্পতিবার রাত দেড়টায় বাজারে আগুন লাগে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আগুনের কারণ এখনো অজ্ঞাত।
বাংলা৭১নিউজ/জেএস
ইভটিজিং করায় যুবককে জরিমানা
চকরিয়ায় মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত ও ইভটিজিং করার দায়ে জাবেদুল ইসলাম (৩২) নামে এক বখাটে যুবককে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।
বৃহস্পতিবার বিকাল ৪টার সময় উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট ষ্টেশনে প্রকাশ্যে জনতার সামনে ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আদেশ প্রদান করেন। যুবক জাবেদুল ইসলাম ওই ইউনিয়নের উত্তর লক্ষ্যারচর এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র বলে জানাগেছে।
বাংলা৭১নিউজ/জেএস