শনিবার, ১১ মে ২০২৪, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি: মির্জা ফখরুল শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৩ বছর পূর্তি উদযাপন ইসলামী ব্যাংকের বরিশাল জোনের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত বিরোধীদের শেষ করে দিতে চান মোদী: কেজরিওয়াল কুয়েতে অবৈধভাবে প্রবেশের দায়ে পাঁচ বাংলাদেশি গ্রেফতার চিকিৎসাহীনতা : বাত-ব্যথায় ‘অল্প’ বয়সেই ‘বৃদ্ধ’ হচ্ছে মানুষ সরকার সিন্দাবাদের দৈত্য হয়ে জনগণের কাঁধে চেপে বসেছে প্রভাবশালীদের ভয়ে প্রভাবিত হওয়া যাবে না: ইসি রাশেদা শাহবাগ থেকে অবরোধকারীদের সরিয়ে দিলো পুলিশ, আটক ১৩ মোহামেডানকে হারিয়ে কিংসের পঞ্চম শিরোপা কেনা সনদের তালিকা প্রস্তুত, জমা দেওয়া হবে কারিগরি বোর্ডে : হারুন বৃষ্টিতে ঢাকার বাতাসে দূষণ কমেছে একমাত্র নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন সম্ভব : হানিফ পল্টনে কুড়িয়ে পাওয়া শপিংব্যাগে ককটেল বিস্ফোরণে কিশোর আহত তিন সঞ্চালন লাইন চালু করল পিজিসিবি কোথাও জলাবদ্ধতা হলে হটলাইনে কল করতে বললেন মেয়র কুয়েতে রাজনৈতিক অস্থিরতা, সংসদ ভেঙে দিলেন আমির চাঁপাইনবাবগঞ্জে আগাম আমের বাগান বিক্রিতে হিমশিম বঙ্গবন্ধুর সমাধিতে সেতু মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির শ্রদ্ধা অ্যামেক্স, সিটিম্যাক্স কার্ড থেকেও ‘অ্যাড মানি’ করা যাচ্ছে বিকাশে

খেললে সাকিব টাইগারদের নেতৃত্ব দেবেন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮
  • ১১৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: ইতোমধ্যে শ্রীলংকা পৌঁছেছেন সাকিব আল হাসান। যুক্ত হয়েছেন দলের সঙ্গে। আজ শুক্রবার লংকানদের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে তার খেলার দারুণ সম্ভাবনাও রয়েছে। আর খেললে তিনিই টাইগারদের নেতৃত্ব দেবেন।
সূত্র জানিয়েছে, সাকিব পুরোপুরি সেরে উঠেছেন। শ্রীলংকায় দলের সঙ্গে যোগ দিয়েছেন। অঘোষিত ‘সেমিফাইনালে’ তার খেলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর খেললে তিনিই অধিনায়ক।
হোমগ্রাউন্ডে জানুয়ারিতে তিন জাতি ওয়ানডে সিরিজের ফাইনালে এ শ্রীলংকার বিপক্ষেই ফিল্ডিংয়ে কণিষ্ঠা আঙুলে চোট পান সাকিব।
ধারণা করা হচ্ছিল, নিদাহাস ট্রফির আগেই সেরে উঠবেন তিনি। সেরেও উঠেছিলেন! তবে তড়িঘড়ি করে অনুশীলন শুরু করায় বাগড়া বাধে। এতে চোটগ্রস্ত আঙুল ফুলেফেঁপে ওঠে। ফলে ফের চিকিৎসার আশ্রয় নিতে হয় তাকে। প্রথম পর্বে চিকিৎসা করাতে যান থাইল্যান্ডে। সেখান থেকে ঢাকায় ফিরলে জানা যায়, লংকায় খেলা হচ্ছে না তার।
অবশ্য তা সত্ত্বেও দলের সঙ্গে কলম্বো যান সাকিব। তবে খেলতে নয়, সেখান থেকে দ্বিতীয় পর্বে চিকিৎসা করাতে অস্ট্রেলিয়ায় যান তিনি। মেলবোর্নে বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেগ হয়কে আঙুল দেখান।
তখনই সুখবরটা পাওয়া যায়, একটি ইনজেকশন দিয়েই গ্রেগ বলে দেন সাকিবকে আর ছুরি-কাঁচির নিচে যেতে হবে না।
সাকিবের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
সাকিব খেললে গত একাদশ থেকে বাদ পড়বেন একজন। এক্ষেত্রে একজন বোলারের বাদ পড়ার সম্ভাবনা প্রবল। তিনি হতে পারেন মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি কিংবা নাজমুল ইসলাম অপুর যে কোনো একজন।
এদিকে সম্ভাবনা আছে সাব্বিরকে বিশ্রাম দেয়ারও। যদি এমনই হয় তা হলে তার জায়গায় খেলবেন আরিফুল হক। ব্যাটে শট আছে তার। শেষ দিকে দিতে পারেন ফিনিশিং টাচ। হাতও ঘোরাতে পারেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com