বাংলা৭১নিউজ,বাংলা৭১নিউজ,ধামরাই(ঢাকা) প্রতিনিধি: দৈনিক করতোয়া পত্রিকার সাংবাদিক শাহীন আলমের পিতা সমাজসেবক মরহুম মোঃ শামসুল ইসলামের কুলখানি ধামরাইয়ের গ্রামের বাড়ি বালিয়া ইউনিয়নের বনেরচরে শুক্রবার অনুষ্ঠিত হবে।
গত ২৮ ফেব্রুয়ারি বুধবার দুপুর ২টার দিকে ধামরাই মডেল টাউনে তার বড় ছেলের বাসায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮০বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়ে,স্ত্রী ,আত্মীয়-স্বজন ও বহু শোভাকাংখী রেখে যান। তার পরিবার থেকে আতœীয় স্বজন বন্ধু –বান্ধব কুলখানিতে থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস