শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

শেখ রাসেল তার কোমল অনুভূতি দিয়ে ভালোবেসেছিল এদেশকে: কৃষিমন্ত্রী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১৪ মার্চ, ২০১৮
  • ৬৫১ বার পড়া হয়েছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোলে ছোট ছেলে শহীদ শেখ রাসেল। ফাইল ছবি

 

বাংলা৭১নিউজ, ঢাকা: শেখ রাসেল আজ বাংলার শিশু, কিশোর, তরুণদের ভালবাসার নয়নমণি। মানবিক চেতনাসম্পন্ন মানুষরা শেখ রাসেলের হারানোর বেদনাকে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু কিশোর তরুণের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর।

বঙ্গবন্ধুর খুব প্রিয় ব্যাক্তি ছিলেন দার্শনিক বার্ট্রান্ড রাসেল। তার নামেই নিজের সবচেয়ে ছোট সন্তানের নাম রাখেন রাসেল। শেখ রাসেল তার কোমল অনুভূতি দিয়ে ভালোবেসেছিল এদেশকে তেমনি ঘৃণা করতে শিখেছিল পাকিস্তানীদের।

কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী আজ বুধবার ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ এন এস সি টাওয়ার অডিটোরিয়াম শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কৃষি মন্ত্রী বলেন, অনন্য মেধা সম্পন্ন শেখ রাসেল বেঁচে থাকলে হতে পারতো জাতির আরেক মহানায়ক। হয়তো ইতিহাসের ভাষায় তাঁকে আমরা জানতাম বাঙ্গালীর ঐক্যের প্রতীক, দেশের সফল রাষ্ট্রপ্রধান হিসাবে। পিতা মুজিবের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর স্বপ্ন বাস্তবায়নের মধ্যদিয়ে বাঙ্গালী জাতি ইতোপূর্বেই তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারতো শেখ রাসেলের নেতৃত্বে।

অবশ্য, তাঁর হাসু বুবুও (মাননীয় প্রধানমন্ত্রী মাদার অব হিউমেনিটি শেখ হাসিনা) কম যাননি, রাষ্ট্রপ্রধান হিসাবে বাংলাদেশকে তিনি অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন ভিশন ২০২১ কে অতিক্রম করে ভিশন ২০৪১ এর উন্নত বাংলাদেশের দিকে।

উল্লেখ্য, শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বর্তমান বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেলের জন্ম। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির মেধাবী ছাত্র ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাসেলকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল।

কিন্তু তাদের অপচেষ্টা শতভাগ ব্যর্থ হয়েছে। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষদের কাছে ভালোবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম-গঞ্জ-শহর তথা বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ-লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক স্বত্ত্বায় পরিণত হয়েছেন।

মাহমুদু-উস-সামাদ চৌধুরী এমপি এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম শহিদ উল্লাহ-সাংগঠনিক সচিব শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ, রাশেদুল হক প্রচার সম্পাদক শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ, জাহাঙ্গীর আলম বেরাইত ইউনিয়ন চেয়ারম্যান।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোরদের হাতে শিক্ষা উপকরণ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

বাংলা৭১নিউজ/এসএইচ

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com