বাংলা৭১নিউজ,ডেস্ক: পাঁচবার বিশ্বসেরার খেতাব জিতেছেন লিওনেল মেসি। চাট্টিখানি কথা নয়। বার্সেলোনার হয়ে জিতেছেন অনেক শিরোপা। আর্জেন্টিনার জাতীয় দলেও অপরিহার্য খেলোয়াড় তিনি। মাঠে জাদু দেখানোই যার স্বভাব। সেই মেসির সঙ্গে সাউল নিগুয়েজের তুলনা! নাহ, কোনো মতেই মানতে পারছেন না পেপ গার্দিওলা। বায়ার্ন মিউনিখ কোচ বললেন, মেসি সঙ্গে তাকে তুলনা করা উচিত নয়।
ভিসেন্তে ক্যালদেরনে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুর্দান্ত এক গোল করেন সাউল। বায়ার্নের কয়েকজন খেলোয়াড়কে কাটিয়ে যেভাবে গোলটি করলেন স্প্যানিশ মিডফিল্ডার, সেভাবেই গোল করে থাকেন মেসি। সাউলের গোলটি অসাধারণ হয়েছে, মানতে রাজি গার্দিওলা। কিন্তু সাবেক শিষ্যের সঙ্গে সাউলের তুলনা করাটা মোটেই সহ্য করতে পারছেন না তিনি।
এ ছাড়া সাউলকে ভালোভাবে চেনেন না গার্দিওলা! বায়ার্নের বিপক্ষে অসাধারণ পারফর্ম করায় স্প্যানিশ তারকার প্রশংসা করেন গার্দিওলা। বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সাউলকে ভালোভাবে চিনি না। তার খেলার মান ভালো, এটা স্বীকার করছি। তবে মেসির সঙ্গে তাকে তুলনা করার চেষ্টা করো না।’
বাংলা৭১নিউজ/সি