বাংলা৭১নিউজ,ইবি রিপোর্টার : ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘নদী অর্থনীতি উদ্বুদ্ধ করণে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের যৌথ আয়োজনে সোমবার সকাল ১১ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন কর্মসংস্থানের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমেদ।
সেমিনারে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ‘রিভারাইন পিপলস্ এর মহাসচিব শেখ রোকন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেলিম তোহা, অর্থনীতি বিভাগের সভাপতি প্রফেসর ড. আব্দুল মুঈদ, পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. কামাল উদ্দিন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রওশন আরা সেতু ও মডারেটর হিসেবে স্বাগত বক্তব্য প্রদান করেন পরিসংখ্যান বিভাগের সভাপতি আলতাফ হোসেন রাসেল।
বাংলা৭১নিউজ/জেএস