বাংলা৭১নিউজ,ডেস্ক: বিশ্বের ১১ হাজার ব্যাঙ্ক যে আর্থিক নেটওয়ার্কের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি ডলারের লেন দেন করে, সেই নেটওয়ার্ক সাম্প্রতিক সাইবার ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে একটি জরুরি সতর্কবার্তায় সফটওয়্যার হালনাগাদ করতে পরিষেবা গ্রহণকারীদের নির্দেশ দিয়েছে।
সুইফট, যারা কীনা নেটওয়ার্কের মাধ্যমে অর্থ পাঠনোর নির্দেশ দিয়ে থাকে তাদের তরফ থেকে এই নতুন সতর্কবার্তা জানানো হলো।
এদিকে, বাংলাদেশ এবং অন্যান্য দেশের আইন প্রয়োগকারি কর্মকর্তারা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে আট হাজার একশো কোটি ডলার চুরির ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছেন। এই প্রথম সুইফট স্বীকার করেছে যে, বাংলাদেশ ব্যাঙ্কের সাইবার আক্রমণ বিচ্ছিন্ন কোন ঘটনা নয়, বরঞ্চ এই কোম্পানীর বার্তা হ্যাক করার অনেকগুলো চেষ্টার মধ্যে এটি একটি ঘটনা।
তবে আগেকার ঐসব ঘটনার যারা শিকার হয়েছিলেন তাদের কিংবা সেই অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি। এই সব আক্রমণ মোকাবিলার জন্য সুইফট তাদের নেটওয়ার্কে প্রবেশের লক্ষ্যে ব্যাঙ্কগুলো যে সফটওয়্যার ব্যবহার করে থাকে, তার নিরাপত্তা ব্যবস্থা হালনাগাদ করেছে।
বাংলা৭১নিউজ/ভোয়া