বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন আট-নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে বলে ধারণা ফায়ার ডিজির পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে

ডিলারের দোকানে উপচেপড়া ভিড়

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১১ মার্চ, ২০১৮
  • ১৭৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,মো. কামাল হোসেন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জে বেশ কিছুদিন থেকেই ১০ টাকা কেজির চাউল বিক্রি চলছে। সংশ্লিষ্ট ডিলালদের দোকানে চাউল নিতে কার্ডধারীদের উপচে পড়া ভিড়ও দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে চালের দামও পড়তির দিকে। কিন্তু তারপরও দেশে চালের দাম দফায় দফায় বেড়েছে আর কমেছে। সরকারি ও বেসরকারি খাতে চালের বিপুল আমদানিও হচ্ছে। চাউলের মূল্য বৃদ্ধি ঠেকাতে এবং গরিব মানুষের সুবিধার কথা বিবেচনা করে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাউল বিক্রি কার্যক্রম গ্রহণ করা হয়। ডিলাররা বিক্রির জন্য চাউল উত্তোলন করে বিক্রি করা শুরু করেছে। পাশাপাশি অতিদরিদ্র ৫০ লাখ পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি করে ওই চাউল দেওয়া হচ্ছে। সারা দেশে জেলা পর্যায়ে ৩০ টাকা কেজি দরে খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রির কার্যক্রমও শুরু হয়েছে। যেকোনো ব্যক্তি পাঁচ কেজি করে ওই চাল কিনতে পারবেন। প্রাথমিকভাবে জেলা পর্যায়ে হলেও পরে উপজেলায় ওই চাল বিক্রি কার্যক্রম শুরু করবে খাদ্য অধিদপ্তর। মূলত ট্রাকে করে ডিলাররা ওই চাল বিক্রি করবেন।
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মার্চ, এপ্রিল এবং সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই পাঁচ মাস চাল বিতরণ বিক্রি করা হবে। এই কর্মসূচির জন্য বছরে ৭ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল দরকার হবে। ২০১৬ সাল থেকে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হয়।

রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর এমপি মোড় ঘোড়া স্ট্যান্ডে দেখা যায় নারী পুরুষ লাইন হয়ে দাঁড়িয়ে চাউল কিনছে। সবার চোখেমুখে ছিল আনন্দের ছাপ। চাউল নিতে আসা চকটলার রোজিনা জানান, ১০ কেজিতে হারা ৩০ কেজি চাউল পাইনু, হাঁরা গরীব মানুষ, অত দামদিয়া চাইল কিনা খ্যাইতে হাঁরঘে খুব কষ্ট হয়। হাসিনা সরকার হাঁরঘে ল্যাগা যে ১০ টাকা কেজিতে চাইল দিছে এটা যেনে বন(বন্ধ) না করে। এমন আরো ক্রেতা সোহেল, ঘুটু, মরিউম, ঢালুসহ অনেকে জানিয়েছেন তাঁদের আনন্দের কথা। তাঁদেরও দাবি এ কার্যক্রম যেন সচল থাকে ১২ মাস।
চাউল এর ডিলার মো. আব্দুস সামাদ জানান, ১০ টাকা কেজি চাউল আমরা বিক্রি করছি দরিদ্র মানুষের কাছে। যাদের কাছে চাউল নেবার কার্ড আছে শুধুমাত্র তাঁদের কাছে ৩০ কেজি ১০ টাকা কেজি দরে বিক্রি করছি। তিনি আরো জানান, এখন পর্যন্ত আমরা ৭৫৫ জন কার্ডধারীর কাছে চাউল বিক্রি করছি। যাদের কার্ড নাই তাঁদের কাছে ভোটার আইডি নিয়ে কাগজপত্র জমা দিচ্ছি কার্ড পেলে তাঁদের কাছেও চাউল বিক্রি করা হবে। অন্যান্য স্থানেও চাউল বিক্রির ডিলারের দোকানে ব্যাপক উৎসাহ নিয়ে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে চাউল কিনতে দেখা গেছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com