বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি’কে হত্যা চেষ্টার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন জেলা জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন শ্রেনির মানুষ ও মুক্তিযোদ্ধারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান এড.মোঃ সুলতান আহমেদ মৃধা, জেলা জাসদের সাধারন সম্পাদক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম.এ হালিম, প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মনির খান, জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি এড. মোঃ শাহিন মিয়া, সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ।
বাংলা৭১নিউজ/জেএস