বাংলা৭১নিউজ,নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি আনজুমান আরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা।
আরো বক্তব্য দেন, সাইকোলা ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধির চন্দ্র শিকদার, সাংবাদিক রাজু আহমেদ, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মান্নান, শিক্ষক আলতাব হোসেন প্রমূখ।
মা সমাবেশে প্রায় দু শতাধিক মা উপস্থিত ছিলেন। এসময় প্রতিবন্ধীদের চিকিৎসা প্রদান করেন সূর্যের হাসি ক্লিনিকের শিরীনা আক্তার ও ফেরদৌসী আক্তার । বক্তারা জানান, ২০১৪ সালে সিংড়া প্রতিবন্ধী বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। বর্তমানে তিন শতাধিক প্রতিবন্ধী এখানে শিক্ষা নিচ্ছে।
বাংলা৭১নিউজ/জেএস