বাংলা৭১নিউজ,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো এক কিশোরী।
শনিবার সকালে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কচুখালী গ্রামের আনোয়ার হোসেন কাগুচির বাড়িতে উপস্থিত হয়ে তিনি এই বাল্যবিয়ে বন্ধ করেন।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান জানান, এলাকাবাসীর দেওয়া সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসক ইফতেখার হোসেনের নির্দেশে তিনি মুন্সিগঞ্জ ইউনিয়নের কচুখালী গ্রামের আনোয়ার হোসেন কাগুচির বাড়িতে যান।
এ সময় অষ্টম শ্রেণিতে পড়–য়া কিশোরীর বাল্যবিয়ের প্রস্তুতির বিষয়টি সঠিক হওয়ায় বাল্যবিয়ে বন্ধ করে দেন। এসময় ওই কিশোরীর ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে অভিভাবকদের নিকট থেকে মুচলেকা নিয়ে তিনি সর্তক করে দেন বলে জানিয়েছেন।
বাংলা৭১নিউজ/জেএস