বাংলা৭১নিউজ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাসপুর ইউনিয়নে দুই যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার ভোরে উপজেলার একলাসপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী পূর্ব একলাশপুর গ্রামের সোলায়মানের ছেলে ও রবিন আব্দুল কাদেরের ছেলে।
এলাকাবাসী জানান, মাছ ধরে বাড়ি ফিরছিলেন মোহাম্মদ আলী ও রবিন। এ সময় মোটরসাইকেলে করে তিন যুবক এসে তাদের ওপর হামলা ও গুলি চালায়।
গুলিবিদ্ধ হয়ে পুকুরে পড়ে মারা যান রবিন। অন্যদিকে একটি বাড়িতে আশ্রয় নিলে সেখানে গিয়ে কুপিয়ে হত্যা করা হয় আলীকে।
বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ আলম মোল্লা জানান, পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। তবে হত্যাকাণ্ডের মোটিভ এখনও জানা যায়নি।
তবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
বাংলা৭১নিউজ/জেএস