বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে প্রশাসন নিরপেক্ষ করতে ‘স্বৈরাচারের দোসরদের’ অপসারণ করুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুন দিগন্ত উন্মোচন করবে বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিকে পুলিশে দিল ছাত্র-জনতা বইমেলায় স্টলের জন্য আবেদন করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত ডিআরইউর সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় নিন্দা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার আইএসও/আইইসি ২৭০০১:২০২২ সনদ অর্জন করলো পূবালী ব্যাংক কলকাতার কারাগার থেকে মুক্তি পেয়েছেন পি কে হালদার নিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গা মুফতি-ওলামাদের সমাবেশ ভিডিও: কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত অন্তত ৪০ উপকূলীয় মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়? ইসলামী ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেও আবেদনের সুযোগ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র অবস্থান কর্মসূচি পালিত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮
  • ১৮৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলায় দন্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌর বিএনপি ও সদর থানা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তাশেম আলী, সদর থানা বিএনপি’র সভাপতি তসকিুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেন ও ছাত্রদল নেতা মিম।

এ সময় বক্তারা বলেন, ‘মিথ্যা, বানোয়াট ও ভূয়া মামলায় নেত্রীকে কারাগারে নেয়া হয়েছে। আমরা তাঁর মুক্তির দাবিতে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। তারই অংশ হিসেবে এ অবস্থান কর্মসূচি ।

এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। বৃহম্পতিবার বেলা ১১টার দিকে শিবগঞ্জ উপজেলা শাখা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক আলম, জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য সারওয়ার জাহান সেন্টু ও বারিউল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান খাইরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েমা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সুমন, উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক এরশাদ আলী, উপজেলা ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজু, ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক বারিউল ইসলাম তুষারসহ বিএনপির অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অবস্থান কর্মসূচি থেকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির জোর দাবি জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জে দুটি রাস্তার কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের দুটি রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে প্রাপ্ত এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে বৃহস্পতিবার বিকেলে রাণীনগরের জোহাক মন্ডলের হতে শামশুল দফাদারের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার রাস্তা ও গুপ্তমানিক দিঘলপাড়ার আজু ফারাক্কার বাড়ি হতে গুপ্তমানিক ঈদগাহ হয়ে গোরস্থান পর্যন্ত ৫০০ মিটার রাস্তা এইচবিবি করণের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী।

দুটি রাস্তার কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ লাখ টাকা। এ উপলক্ষে ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গুপ্তমানিক গোরস্থান প্রাঙ্গনে সুধী সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুল কাদের মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম রাব্বানী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আসলাম হোসেন প্রমূখ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com