বাংলা৭১নিউজ, ঢাকা : রাজধানীর ৩২১টি ভবনসহ রাজশাহী, খুলনা ও সিলেটের ঝুঁকিপূর্ণ সকল ভবনগুলো আগামী এক মাসের মধ্যে অপসারণ করার জন্য রাজউক ও সংশ্লিষ্ট সিটি করপোরেশনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে সচিবালয়ে জাতীয় ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি কমিটির বৈঠকে একথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শাহ কামাল।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল এ নির্দেশ দেন। তিনি বলেন, ‘পাশাপাশি এ ভবনগুলোর বর্তমান পরিস্থিতির একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন ৭ কার্যদিবসের মধ্যে কমিটিতে পেশ করতে হবে।’
সভায় চিহ্নিত ঝুঁকিপূর্ণ সব ভবনের গ্যাস ও বিদ্যুতের সংযোগ বন্ধ করে দিতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কে, পানির লাইন বন্ধ করতে ওয়াসাকে এবং হোল্ডিং নম্বর বাতিল করার জন্য সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় জানানো হয়, বড় ধরনের ভূমিকম্পে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ার জন্য বিদ্যুৎ ও গ্যাস লাইনের সংযোগস্থলে সেন্সর লাগানো হচ্ছে। দুর্যোগ-পরবর্তী সাময়িক আবাসনের জন্য ১০০ কোটি ৮৬ লাখ টাকার তাঁবু কেনা হয়েছে। অস্থায়ী বা মোবাইল হাসপাতাল তৈরির যন্ত্রপাতি কেনা হচ্ছে বলে সভায় জানানো হয়।
সভায় আরও জানানো হয়, অনুসন্ধান ও উদ্ধার তৎপরতার জন্য ১৫৯ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হচ্ছে।
সভায় আর্মড ফোর্সেস ডিভিশন, বাংলাদেশ নৌবাহিনী, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বিভিন্ন সিটি করপোরেশন, রাজউক, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, তথ্য মন্ত্রণালয়সহ অর্ধশতাধিক সরকারি-বেসরকারি সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএস