বাংলা৭১নিউজ, ঢাকা : আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারার পর এখন বিএনপি-জামায়াত গুপ্তহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফাস্টট্রাক প্রজেক্ট মনিটরিং কমিটির চতুর্থ সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আন্দোলনের নামে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারার পর এখন তারা গুপ্তহত্যা শুরু করেছে। মনে হচ্ছে তাদের ইচ্ছা, সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়ে দেশেকে অস্তিতিশীলতার দিকে নিয়ে যাওয়া। আমি জানি না, তবে যারা এ দেশের কল্যাণ চায় না মঙ্গল চায় না তাদেরই হয়তো একটা পরিকল্পনা।’
শেখ হাসিনা বলেন, ‘অজুহাত তুলে তুলে এ ধরনের হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে, এদের পেছনে কারা আছে? খুব স্বাভাবিকভাবেই যারা একসময় চেষ্টা করেছে প্রকাশ্যে আন্দোলনের নামে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। বাসে আগুন, গাড়িতে আগুন, রেলে আগুন, লঞ্চে আগুন, প্রাইভেটকারে আগুন, সিএনজিতে আগুন। বিভিন্নভাবে আগুন দিয়ে পুড়িয়ে যখন তারা দেখল যে, না সরকার উৎখাত করা যায় না। তখনই তারা এই গুপ্তহত্যায় মদদ দিচ্ছে।’
তিনি বলেন, ‘তারা প্রকাশ্য আন্দোলনের নামে শত শত মানুষ মেরে যখন কিছু করতে পারেনি, তখন গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে। যেটা খুব স্পষ্ট বোঝা যায় যে, এর পেছনে কারা, কারা এই ঘটনা ঘটাচ্ছে।’ এসময় যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশির সুষ্ঠু বিচারেরও দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বাংলা৭১নিউজ/এসএস