শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

চার বছরেও চালু হয়নি কার্যক্রম

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮
  • ১৪৩ বার পড়া হয়েছে
Exif_JPEG_420

বাংলা৭১নিউজ, মোঃ মনজুর-ই-মওলা সাব্বির, নাটোর প্রতিনিধি : চার বছর আগে ভবন নির্মাণ হলেও নাটোরের নলডাঙ্গা উপজেলা ডাকঘরটি আজও চালু হয়নি। এতে ডাকবিভাগের সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। পাবলিক সকল পরীক্ষার খাতা, নৈব্যক্তিক উত্তরপত্র বীমা পার্সেল করে শিক্ষা বোর্ডে পাঠাতে দুর্ভোগে পড়তে হচ্ছে কেন্দ্র সচিবদের। উপজেলার অন্যান্য কার্যালয়ের ভবন নির্মাণ না হলেও ভাড়ায় ওইসব অফিসের কার্যক্রম চালু হলেও ৪ বছর আগে উপজেলা ডাকঘরের ভবন নির্মাণ হলেও ডাকঘরটির জনবল সংকটে কার্যক্রম চালু হয়নি। তবে উপজেলা ডাকঘরটির দ্রুত কার্যক্রম চালুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

জানা যায়, ২০১৩ সালে বর্তমান সরকারের আমলে নলডাঙ্গা উপজেলার কার্যক্রম চালু হয়। ৪ বছর আগে উপজেলা ডাকঘর ভবন নির্মাণ হলেও জনবল সংকটে ও পদায়ন না দেওয়ায় উপজেলা ডাকঘরটির কার্যক্রম এখনও চালু হয়নি। ফলে জিএসসি, জেডিসি, এসএসসি, দাখিল, ভোকেশনাল, এইচএসসি ও ডিগ্রিসহ পাবলিক সকল পরীক্ষার প্রায় ৩-৪ হাজার পরীক্ষার্থীর খাতা, নৈব্যক্তিক উত্তরপত্র বীমা পার্সেল করে শিক্ষা বোর্ডে পাঠাতে নলডাঙ্গা থেকে ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে নাটোরে গিয়ে পাঠাতে অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। এছাড়া নলডাঙ্গা থেকে ৭ কিলোমিটার দুরে মাধনগরে সাব-পোষ্ট অফিস থাকলেও সেটি জরাজীর্ণ। এ সাব-পোষ্ট অফিসে মূল্যবান কাগজপত্র রাখা ঝুঁকিপূর্ণ।

এ নিয়ে উপজেলা মাসিক সমন্বয় সভায় উপজেলা ডাকঘরটি চালুর বিষয়টি একাধিক বার আলোচনা হলেও জনবল সংকটের অজুহাতে ডাকঘরটি আজও চালু হচ্ছে না। সকল পাবলিক পরীক্ষার উত্তরপত্র পাঠাতে দুর্ভোগসহ এলাকাবাসীদের পার্সেল পাঠাতে দীর্ঘপথ পাড়ি দিতে হয়। নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্র সচিব মামুন-অর-রশিদ জানান, জিএসসি ও এসএসসি পরীক্ষার উত্তরপত্র ও নৈব্যক্তিক উত্তরপত্র বীমা পার্সেল পাঠাতে ৭ কিলোমিটার দুরে মাধনগর সাব-পোষ্ট অফিস অথবা ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নাটোর সদর পোষ্ট অফিসে যেতে হয়। এতে যেমন কষ্টদায়ক ও অধিক ঝুঁকি থাকে তেমনি বিড়ম্বনার শেষ থাকে না। তাই দ্রুত উপজেলা ডাকঘরটি চালু হলে আমাদের কষ্ট ঝুঁকি ও বিড়ম্বনার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

নলডাঙ্গার হাট শাখা পোষ্ট অফিসের মাষ্টার ওয়াজেদ আলী জানান, উপজেলা ডাকঘরটির ভবন নির্মাণ হলেও ভিতরে কিছু কাজ এখনও বাকী রেখেছে, যার কারনে বৃষ্টি হলেই পানি জমে যায়। পোষ্ট মাষ্টার ওয়াজেদ আলী আরোও জানান, আমাদের মাধনগর সাব-পোষ্ট অফিসের নলডাঙ্গা শাখা অফিস সেই ভবনে আপাতত কার্যক্রম চালানো হচ্ছে।

ইউএনও রেজা হাসান জানান, উপজেলা ডাকঘরটির ভবন নির্মাণ হয়েছে এখন জনবল সংকটে এর কার্য়ক্রম চালু হতে বিলম্ব হচ্ছে। ডাকঘরটি চালু হওয়া জরুরী সেই লক্ষে আমরা চেষ্টা করছি।

উপজেলা চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনিক জটিলতা ও জনবল পদায়ন না দেওয়ায় ডাকঘরটি চালু হচ্ছে না।

 

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com