সোমবার, ২০ মে ২০২৪, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মাটি পরীক্ষা করে সার প্রয়োগ, আলোর মুখ দেখেছেন কৃষকরা চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত: রাইসি ছাড়াও নিহত হলেন যারা দেশের উন্নয়নে ৫ কৌশলে গুরুত্ব দিচ্ছে জাতিসংঘ রাইসির মৃত্যুতে ‘গভীরভাবে শোকাহত’ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আজ থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ টানা চতুর্থবার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি ‘বিশ্বের উন্নত দেশগুলোকে বিনিয়োগে আকৃষ্ট করছে বাংলাদেশ’ ভোটের মাঠের নিরাপত্তায় প্রায় দুই লাখ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন হজ পালন করতে সৌদি পৌঁছেছেন ৩০৮১০ জন দ্বিতীয় দিনে ফের সড়ক অবরোধ অটোরিকশা চালকদের সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতে বিএসটিআই নিরলস কাজ করে যাচ্ছে মানসম্মত পণ্য উৎপাদনে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী নিহত ইসলামী ব্যাংকের সচেতনতা বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত ‘দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই’ বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ করতে চায় কানাডা কুমিল্লায় বজ্রপাতে যুবকের মৃত্যু দূতাবাসগুলোর কার্যক্রম তদারকির নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর স্বাস্থ্যসেবার আওতাধীন খাতে ইউজার ফি আদায়ে নীতিমালার সুপারিশ

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় বুধবার খুলছে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

ছাত্র সংঘর্ষের প্রায় দুই সপ্তাহ পর আগামী বুধবার চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় খুলছে। এর আগে কাল সোমবার সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম ওই সভার সিদ্ধান্ত সম্পর্কে প্রথম আলোকে অবহিত করেন।

মীর্জা ফারুক ইমাম প্রথম আলোকে বলেন, বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীরা কাল (সোমবার) সকাল থেকেই হলে উঠতে পারবেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের আটজন ছাত্রকে সাময়িকভাবে আবাসিক হলে উঠতে না দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।

গত ১২ এপ্রিল আন্তঃঅনুষদীয় ক্রিকেট খেলাকে কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন ও ফিশারিজ অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ঘটনার দিন বিকেলে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ছাত্রদের ওই দিন বিকেলের মধ্যে এবং ছাত্রীদের পরদিন সকাল ১০টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্র জানায়, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার দায়ে আটজন ছাত্রকে সাময়িকভাবে আবাসিক হলে অবস্থান এবং প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ওই আট ছাত্র হলেন—ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শ্রেণির কল্যাণ আশিষ ভাদুরি, জগন্নাথ চন্দ্র দে ও ভুবন চন্দ্র হালদার, স্নাতক শ্রেণির আশিক হাজরা ও এস এম আবদুস সালাম। বাকিরা হলেন—ফিশারিজ অনুষদের স্নাতক শ্রেণির ছাত্র শফিকুল ইসলাম, সাজিদ মেহরাব সৌহার্দ্য ও ফরহাদুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম প্রথম আলোকে বলেন, প্রক্টরিয়াল বডির সিদ্ধান্ত ও তদন্ত কমিটির সুপারিশে আট ছাত্রকে সাময়িকভাবে হলে অবস্থান করতে না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তাঁদের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com