বাংলা৭১নিউজ ডেস্ক: বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন ভারতের রুপালি জগতের তারকারা ও হাজারো সাধারণ মানুষ।
মুম্বাইয়ের সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে স্থানীয় সময় সাড়ে নয়টা থেকে শ্রদ্ধা নিবেদন পর্ব চলছে। হাজার হাজার মানুষ ‘চাঁদনি’ খ্যাত এ অভিনেত্রীকে শেষবারের মতো দেখতে ভিড় জমিয়েছেন।
এরইমধ্যে শ্রীদেবীকে শ্রদ্ধা জানিয়েছেন ফারহা খান, টাবু, সুস্মিতা সেন, ঐশ্বর্য রাই বচ্চন, করন জোহর, হেমা মালিনী, জয়াপ্রদা, এষা দেওল, কাজল, অজয় দেবগন, মাধুরী দীক্ষিত, সরোজ খানসহ বলিউডের শিল্পীরা।
শনিবার রাতে দুবাইতে বাথটাবে ডুবে মারা যান অভিনেত্রী শ্রীদেবী। তার হঠাৎ মৃত্যু সংবাদে শোকে বিহবল ভারতের রুপালি জগত থেকে সাধারণ মানুষ।
এ খবর আসার পর থেকেই তাকে শেষ শ্রদ্ধা জানাতে ওই রাত থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভারতবাসী।
কিন্তু মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধায় বলিউড থেকে শ্রীদেবীর মরদেহ ভারতে ফিরতে সময় লাগে চারদিন।
মঙ্গলবার দুবাই পুলিশ শ্রীদেবীর হত্যার কেস ক্লোজড ঘোষণার পর রাতেই দুবাই থেকে বিমানে করে মুম্বাইয়ে তার মরদেহ আনা হয়।
ওই সময় শ্রীদেবীর মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন অনিল কাপুর, সোনাম কাপুর, অনিল আম্বানি ও তার স্ত্রী টিনা আম্বানি, রাজ্যসভার সংসদ আমির সিংহ প্রমুখ।
বিমান থেকে নামানোর পর অ্যাম্বুলেন্সে করে মরদেহ শ্রীদেবীর বাড়ি লোখন্ডওয়ালার গ্রিন একারসে নিয়ে যাওয়া হয়।
এরপর বুধবার সকাল ৮ টা মিনিট গ্রিন একারস থেকে শেষ শ্রদ্ধা নিবেদেনের জন্য মরদেহ নেয়া হয় সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে।
এ সময় শ্রীদেবীর মরদেহের সঙ্গে ছিলেন তার স্বামী বনি কাপুর, সঞ্জয় কাপুরসহ পরিবারের সদস্যরা।
সকাল সাড়ে ৯টার দিকে জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্যে সেলিব্রেশন স্পোর্টস ক্লাবের দরজা খুলে দেয়া হয়। সেখানে প্রচুর নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়।
জানা গেছে, আজই শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন হবে। দুপুর ২টায় শুরু হবে শেষযাত্রা। বিকাল সাড়ে ৩টায় সম্পন্ন হবে শেষকৃত্য।
বাংলা৭১নিউজ/সিএইস