বাংলা৭১নিউজ, ঢাকা: কাশিমপুর কারাগারের সাবেক সার্জেন্ট ইনস্ট্রাক্টর মো. রুস্তম আলী হায়দারের খুনের ঘটনা তদন্তে সোমবার বিকেলে কারা কর্তৃপক্ষ ও পুলিশ বিভাগ দুইটি আলাদা কমিটি গঠণ করেছে।
গাজীপুর জেলা কারাগারের সিনিয়র সুপার সুভাষ ঘোষ জানান, রুস্তম খুনের ঘটনায় কারা মহা পরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দীন গাজীপুরে পরিদর্শণে গিয়ে তিন সদস্যের একটি কমিটি গঠণ করেন।
এতে অতিরিক্ত কারা মহা পরিদর্শক (ডিআইজি) গোলাম হায়দারকে প্রধান এবং কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার মো. মিজানুর রহমান ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার দেওয়ান তরিকুল ইসলামকে সদস্য করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় দেয়া হয়েছে।
গাজীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন জানান, খুনের ঘটনা উদ্ঘাটনে তাদের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলায়মানকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে।
এতে অন্য সদস্যরা হলেন-সহকারী পুলিশ সুপার (এএসপি) সদর সার্কেল মো. মনোয়ার হোসেন, গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন ও জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুর রহমান।
এ কমিটিকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রতিবেদন দিতে দুই দিনের সময় দেয়া হয়েছে।
সোমবার সকালে কাশিমপুর কারাগারের মূল কারা ফটকের ২’শ গজ উত্তরে এক ফার্মেসীর সামনে দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে রুস্তম আলী নিহত হন।
বাংলা৭১নিউজ/জেএস