শনিবার, ২৯ জুন ২০২৪, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পদ্মা সেতুর নদী শাসনে ব্যয় বাড়লো আরও ২৪৯ কোটি টাকা সার তেলসহ ২৮০০ কোটি টাকার ৬ ক্রয় প্রস্তাব অনুমোদন সিলেট-সুনামগঞ্জে তৃতীয় দফায় বন্যার আশঙ্কা কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নেপালে ভূমিধসে শিশুসহ নিহত ৯ ঝরনার রানি খৈয়াছড়ায় পর্যটকের ঢল বালু বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে এনা পরিবহনের চালক নিহত রাতের পার্টিতে শাহরুখ কন্যার সঙ্গে কে ট্যাংকসহ নদীতে ডুবে পাঁচ ভারতীয় সেনার মৃত্যু অগ্রণী ব্যাংক কর্মীদের ই-মেইল হ্যাক, পুনরুদ্ধার দাবি আল্লাহর ওপর ভরসা যেভাবে রিজিক নিশ্চিত করে মাদককে ‘না’ বলতে পারাটাই স্মার্টনেস : ডিএনসিসি মেয়র হজে ৫৪ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ২৮ হাজার ৯৪১ হাজি নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা দুই মাস পর চালু হলো দ্বিতীয় সাবমেরিন ক্যাবল প্রধানমন্ত্রীর বেইজিং সফরে পারস্পরিক অংশীদারিত্ব শক্তিশালী হবে টি-২০ বিশ্বকাপ ফাইনাল দক্ষিণ আফ্রিকার প্রথম নাকি ভারতের দ্বিতীয় রাজশাহীতে শাহরিয়ারকে অবাঞ্ছিত ঘোষণা, কুশপুতুল দাহ বাস উল্টে নিহত ১, ঢাকা-চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ বাজেট পাস কাল থাকছে কালো টাকা সাদা করার সুযোগ

নাটোরের গাছে গাছে মুকুলের সমারোহ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৩৫ বার পড়া হয়েছে
Exif_JPEG_420

বাংলা৭১নিউজ, মোঃ মনজুর-ই-মওলা সাব্বির, নাটোর প্রতিনিধি : এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় নাটোরের সমগ্র আম গাছের বাগান গুলোতে মুকুলের সমারোহ দেখা যাচ্ছে। চাষীরা এবার বাম্পার ফলন হওয়ার আশা করছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা, বাসুদেবপর, খাজুরা, পিপরুল, মাধনগর ও ব্রক্ষপুর এলাকার অধিকাংশ আম গাছের বাগান গুলোতে এবার ব্যাপক মুকুল ফুটেছে। তবে কিছু কিছু আম বাগানে এনখও মুকুলের দেখা না হওয়ায় হতাশ হয়েছে অনেক চাষী। সোনাপাতিল গ্রামের আম চাষী পিন্টু জানান, যদি ভালভাবে আম জন্মাতে পারে আর আম গুলো যদি মোটামোটি বড় হওয়ার আগ পর্যন্ত এবার বৈরী আবহওয়ায় না পড়ে তাহলে বাম্পার ফলনে লক্ষ্যমাত্রা ছড়িয়ে যাবে।
তবে এখন আম চাষীরা পোকা মাকড়ের প্রাদুর্ভাবের হাত থেকে রক্ষা পেতে বালাইনাশক ব্যবহার করে আমের মুকুল পরিচর্যায় ব্যাস্ত সময় কাঠাচ্ছে। উপজেলা কৃষি অফিসার আমিরুল ইসলাম জানান, আবহওয়া অনুকূলে থাকায় এবং পোকা মাকড়ের প্রাদুর্ভাব কম থাকায় এখন পর্যন্ত মুকুলে কোন ক্ষতি হয়নি।
তবে মুকুলে ফুল ফোটার আগে ইমিডাক্লোত্রিড অথবা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক এবং ম্যানকোজের জাতীয় ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় ¯েপ্র করার পরামর্শ দেয়া হয়েছে।
আর আমের গুটি মটরদানা আকৃতি হলে এ অবস্থায় কার্বারিল গ্রুপের কীটনাশক এবং ম্যানকোজের জাতীয় ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় ¯েপ্র করতে হবে। সেই সাথে আমের আকার বৃদ্ধির জন্য গানোফিক্স অথবা লিটোরেন জাতীয় গ্রোথ রেগুলেটার নিয়মনুযায়ী পানির সাথে মিশিয়ে গাছে ¯েপ্র করতে হবে।
তবে এ সময় আম গাছের চারায় পানি সেচ দিতে হবে। আর বেশি রোদ্রের সময় কীটনাশক ¯েপ্র না করার পরামর্শ চাষীদের।
এভাবে আবহওয়া ভাল থাকলে ও পরামর্শ গুলো মেনে চললে এবার আমের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা আছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com