বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে প্রশাসন নিরপেক্ষ করতে ‘স্বৈরাচারের দোসরদের’ অপসারণ করুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুন দিগন্ত উন্মোচন করবে বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিকে পুলিশে দিল ছাত্র-জনতা বইমেলায় স্টলের জন্য আবেদন করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত ডিআরইউর সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় নিন্দা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার আইএসও/আইইসি ২৭০০১:২০২২ সনদ অর্জন করলো পূবালী ব্যাংক কলকাতার কারাগার থেকে মুক্তি পেয়েছেন পি কে হালদার নিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গা মুফতি-ওলামাদের সমাবেশ ভিডিও: কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত অন্তত ৪০ উপকূলীয় মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়? ইসলামী ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেও আবেদনের সুযোগ

‘আগের চেয়ে ভালো ভোট হয়েছে’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা : গত দুই ধাপের চেয়ে তৃতীয় ধাপের নির্বাচন তুলনামূলক ভালো হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। আগামী ধাপগুলোতেও এ ধারা অব্যাহ থাকবে। এদিকে বিএনপি বলছে, এটা অর্থহীন নির্বাচন। এতে জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন হয়নি। জোর জবরদস্তির এ নির্বাচনের সাক্ষী গোপাল ইসি।

আজ শনিবার বিকালে তৃতীয় ধাপে সারাদেশের ৬১৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন বলছে, আচরণ বিধি লঙ্ঘণের অপরাধে এ ধাপে ১৬৪ জনকে ৪ লাখ ১০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এক জনকে ১ মাসের এবং অপর এক জনকে ২০ দিনের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে। এছাড়া নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ায় সারাদেশের ৬ হাজার ৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২৪টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

ইসির দাবি অনুযায়ি, এই সংখ্যাটি গত দুই ধাপের চেয়ে কম। প্রথম ধাপে ৬৫টি এবং দ্বিতীয় ধাপে ৩৫টি কেন্দ্র বন্ধ করা হয়েছিল। গতকাল সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ পরবর্তী পর্যালোচনা তুলে ধরতে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন সিইসি।

সিইসি জানান, সুষ্ঠু ও পক্ষপাতহীন নির্বাচনের স্বার্থে আগেই গাজীপুরের পুলিশ সুপার ও দুই থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশন হতে সার্বক্ষণিক দেশব্যাপি অনুষ্ঠিত এই নির্বাচন মনিটরিং করা হয়েছে। মাঠপর্যায়ের রিপোর্টের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে প্রথম দুই ধাপের তুলনায় খুবই কম।

একটি কেন্দ্রে ব্যলট বাক্স ছিনতাই প্রতিহত করার সময় দুইজন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হয়েছেন। দুটি কেন্দ্রে পক্ষপাতমূলক আচরণের কারণে ভোটগ্রহণ কর্মকর্তাকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, ভোটগ্রহণের আগের রাতে কোনো অনিয়ম সংঘঠিত হয়নি। ভোট চলাকালেও বড়ধরণের কোনো অঘটন ঘটেনি। কোনো গোলযোগ হয়নি। সতর্কমূলক ব্যবস্থাগ্রহণের ফলে প্রথম দুই ধাপের তুলনায় তৃতীয় ধাপের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

এ ধাপের তুলনায় আগামী ধাপগুলোর নির্বাচন আরও ভালো হবে বলেও আশা প্রকাশ করেন সিইসি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অন্ষ্ঠুানের লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা চাই আগামীতে সহিংসতা শূন্যের কোঠায় চলে আসুক। দুইদিন আগে প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের ব্যপারে ইসিকে তাগিদ দিয়েছেন। এর প্রভাবেই কি নির্বাচন তূলনামূলক ভালো হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা সব সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করি।

আমরা চাই তারা আমাদেরকে সহযোগীতা করুক। ভোটকে কেন্দ্র করে কেন সহিংসতা হবে? রাজনৈতিক দলের কর্মীদের অসহিষ্ণুতার কারণে সহিংসতা ঘটছে। মাথা ঠান্ডা রেখে কাজ করলে ও সবার মত প্রকাশে সাহায্য করলে কোনো অঘটন ঘটবে না। বিএনপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমরা ভালো নির্বাচন করার জন্য সাধ্যমত চেষ্টা করেছি। এখান থেকে আমরা কোনো বন্ধ করিনি। এই দায়িত্ব প্রিজাইডিং অফিসারের। তারা উপযুক্ত কারণে কেন্দ্র বন্ধ করেছেন। আমরাও এখান থেকে মনিটরিং করেছি।

ভোটের আগের রাতে জালিয়াতি ও সাংবাদিকদের গায়ে হাত তোলা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটের আগের রাতে কোনো জালিয়াতির খবর আমাদের কাছে নেই। সাংবাদিকদের ওপর আক্রমণ দুঃখজনক। তবে আগের রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কারো কেন্দ্রে যাওয়া ঠিক নয়। আমরা আমাদের কর্মকর্তাদেরও নিষেধ করেছি।

বাংলা৭১নিউজ/এইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com