শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ব্ল্যাকআউট জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ভারত নিয়ন্ত্রিত জম্মুতে টানা হামলা চালাচ্ছে পাকিস্তান বলে দাবি করেছে ভারতীয় মিডিয়া। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ১৫ শহরে হামলা চালাতে ব্যর্থ হয়ে জম্মুতে টানা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে পাকিস্তান। 

গণমাধ্যমটির দাবি, বৃহস্পতিবার রাতে পর পর বিস্ফোরণের শব্দ শোনা গেছে জম্মুতে। সেখানে বেজে উঠছে সাইরেন, সেই সাথে শহরজুড়ে চলছে ‘ব্ল্যাকআউট’- নেই মোবাইল নেটওয়ার্কও। স্থানীয়দের পাঠানো মোবাইল ফোনের ভিডিওতে দেখা গেছে, জম্মুর আকাশ জুড়ে আলোর ঝলকানি, যা ভারতীয় সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা পাকিস্তানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোকে ঠেকিয়ে দেওয়ার ইঙ্গিত দেয়।

এই একই অবস্থা বিরাজ করছে ভারতের কুপওয়ারা ও পাঠানকোটেও। এছাড়া পাঞ্জাবের কাছাকাছি শহর গুরুদাসপুরেও ‘ব্ল্যাকআউট’ ঘোষণা করা হয়েছে। এদিকে, ভারতের আখনুর ও সাম্বার মতো জায়গায়ও সাইরেন বাজছে। সেখানে পাকিস্তানের দিক থেকে রকেট উড়ে আসতে দেখা গেছে।

এ নিয়ে ওপার বাংলার গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে দাবি করেছে, হয়তো প্রত্যাঘাত শুরু করল পাকিস্তান। গণমাধ্যমটির দাবি, বৃহস্পতিবার রাতে পর পর বিস্ফোরণের শব্দ শোনা গেছে জম্মুতে। আখনুর ও সাম্বার মতো জায়গায়ও বাজছে সাইরেন। পাকিস্তানের দিক থেকে রকেট উড়ে আসতে দেখা গেছে। সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ করে দেওয়া হয়েছে এলাকা।

যদিও ভারতীয় গণমাধ্যমের এ দাবি নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com