বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যৌতুকবিরোধী কার্যক্রম পরিচালনা সংক্রান্ত সমন্বয় কমিটির সভা রাশিয়ায় অভিবাসী হোস্টেলে আগুন, নিহত অন্তত ৮ পারিবারিক সম্পদে বোনদের অধিকারের ওপর গুরুত্বারোপ ভূমিমন্ত্রীর লালমনিরহাট রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান বান্দরবানে কুকি-চিনের দুই সদস্য নিহত জোটের শরিক নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ১২০ কি.মি গতিতে বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল ১১ দফা দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নৌযান শ্রমিকদের ডিবি কার্যালয়ে কলকাতার তদন্ত সংশ্লিষ্ট স্পেশাল টিম ঋণের চাপে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন আলী হোসেন চূড়ান্ত হচ্ছে নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি অভিবাসী কর্মীদের সুরক্ষিত রাখতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী বিএনপি ষড়যন্ত্র নির্ভর দল: নানক সহকারী কর কমিশনারের বিরুদ্ধে ২ কোটি টাকার দুর্নীতি মামলা গণমাধ্যমে শৃঙ্খলা আনার কাজ করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী আনারের খুনিদের প্রায় চিহ্নিত করে ফেলেছি : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ ছাড়া এককভাবে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় : তাজুল ইসলাম এমপি আনার হত্যার তদন্তে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও কিছু জায়গায় বৃষ্টির আভাস চার্জার লাইটের ভেতরে ৫ কোটি টাকার সোনা, ২ বিদেশি গ্রেপ্তার

‘সংবাদপত্রে বঙ্গবন্ধু’ তৃতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৩৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ১৯৬৫ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত বঙ্গবন্ধুকে নিয়ে সংবাদপত্রে প্রকাশিত সব তথ্যের সংকলন ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু’ তৃতীয় খণ্ডের মোড়ক উন্মোচন হয়েছে।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) থেকে প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। পিআইবির সেমিনার রুমে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দলের একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, গণমাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বরূপ মেলে। বঙ্গবন্ধু যেসব আন্দোলনের ক্ষেত্র তৈরি করেছিলেন তার প্রমাণ মেলে সেই সময়কার সংবাদপত্রগুলোতে।

ইনু বলেন, ‘ইতিহাসের সাক্ষী গণমাধ্যম। আর ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু’ শিরোনামের গ্রন্থ জানান দিচ্ছে বঙ্গবন্ধুর আন্দোলনের ইতিহাস।’

১৯৬৫ থেকে ১৯৬৭ সাল ছিল অতি গুরুত্বপূর্ণ সময়- এ কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘ওই সময়েই মূলত আন্দোলনের রূপরেখার ওপর দাঁড়াতে থাকে বাঙালি, যার নেতৃত্ব দেন বঙ্গবন্ধু।’ বাংলাদেশের অভ্যুদয় সম্পর্কে সঠিক ধারণা দিতে ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু’ গ্রন্থের তৃতীয় খণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

এ সময় মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমালোচনা করে বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর আন্দোলনকে অস্বীকার করার অপচেষ্টা করেন। আন্দোলনের সঠিক ইতিহাস নির্বাসনে দিয়েছিলেন। তিনি যেটা চেয়েছিলেন সেটা হয়নি, তিনি ব্যর্থ হয়েছেন।’

অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু’ তৃতীয় খণ্ডে ইতিহাসের সঠিক তথ্য তুলে ধরা হয়েছে। ইতিহাস মুছে ফেলা যায় না। এ গ্রন্থই বঙ্গবন্ধুর অবদানের সাক্ষ্য দিচ্ছে।

পিআইবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও দৈনিক সমকালের সম্পাদক গোলাম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর প্রমুখ।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com