ভাড়াটিয়া খুনীদের দিয়ে নিরীহ জনগণকে হত্যা করে সরকার সেখানে ভীতির রাজত্ব কায়েম করতে চায় বলেও অভিযোগ করেন অর্থনীতির এই শিক্ষক।
পুরানা পল্টনের মুক্তিভবনে সিপিবি কার্যালয়ে ‘বিপন্ন সুন্দরবন, বাঁশখালী এবং বিপর্যস্ত বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা হয়।
ক্ষমতাসীনরা গায়ের জোরে সুন্দরবনে কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চক্রান্ত করছে বলে সভায় অভিযোগ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক আনু মুহাম্মদ।
“কয়দিন পরপর সুন্দরবনে আগুন লাগার পেছনে সরকারের চক্রান্ত আছে। তারা বন ধ্বংস করে জমি ফাঁকা করতে চায়, যেন সেখানে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বানাতে আপত্তি না থাকে।”
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দিতেই সরকার ‘পরিবেশ বিধ্বংসী’ এই ধরণের কার্যক্রমে হাত দিচ্ছে।
কলামিস্ট আবুল মকসুদ, বুয়েটের অধ্যাপক আসিফুর রহমান ও সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
বাংলা৭১ নিউজ/এসএস