বাংলা৭১নিউজ, কক্সবাজার ব্যুরো : দৈনিক হিমছড়ি পর্যটন শহর কক্সবাজারের একটি পাঠক প্রিয় দৈনিক। গত ৬ ফেব্রুয়ারী ২০১৮ ইং ছিল হিমছড়ির ২২ বছরে পদার্পন। এ উপলক্সে কক্সবাজার প্রেস ক্লাবে ছিল আলোচনা সভা ও জমকালো আয়োজন। হিমছড়ির প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে এতে সভাপতিত্ব করছিলাম আমি।
এখন থেকে ২২ বছর আগে সৌদি আরবে সুখের জীবন ফেলে ইসলামের দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য কলাতীর একটি প্লট বিক্রি করে একাই প্রকাশক-সম্পাদক হিসেবে দৈনিক হিমছড়ি করেছিলাম। এটি ডিকলারেশন ও প্রকাশের দিক থেকে কক্সবাজারের ৩য় দৈনিক।
শুরু থেকেই উন্নয়ন সাংবাদিকতার শ্লোগান দিয়ে এগিয়ে চলে হিমছড়ি। হিমছড়ির পাঠক প্রিয়তার এটিই প্রধানতম কারণ।
মাঝখানে চড়াই উতরাই পার হতে অনেক কাজ করতে হয়েছে। অামিও পরিবার ঘর-সংসার এবং চাকরির সুবাদে দৈনিক ইনকিলাব নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তাই গত কয়েক বছর থেকে হিমছড়িকে সময় দেয়া আমার পক্ষে কঠিন হয়ে পড়ে। দৈনিক ইনকিলাবে কক্সবাজার ব্যুরোচীফ এবং বিশেষ সংবাদদাতা হিসেবে স্বাভাবিকভাবেই ব্যস্ততা বেড়ে যায়।
তারপরও থামেনি হিমছড়ির পথ চলা। পাঠকের দোয়ায় এগিয়ে চলেছে হিমছড়ি। অনেক কারণে ৬ ফেব্রুয়ারীকে হিমছড়ির জন্মদিন করা হয়েছিল। এবার ৬ ফেব্রুয়ারী হিমছড়ির জন্মদিনে কক্সবাজার প্রেসক্লাবে অালোচনা সভায় অামাকে সাপতি করা হয়। এতে অনেক অতিথি সুধিজন, সম্পাদক বৃন্দ ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। হিমছড়ির বর্তমান সম্পাদক ছোট ভাই হাসানুর রশীদ এর পরিচালনায় অনুষ্ঠানটি খুবই উপভোগ্য হয়েছিল।
এর পেছনে অনেক মহৎ মানুষের দোয়া, শ্রম ও কুরবানী অাছে। সেই শুরু থেকে এপর্যন্ত যারা দৈনিক হিমছড়ির সাথে ছিলেন এবং আছেন তাদের সকলের জন্য শুভ কামনা করে অনুষ্ঠান সমাপ্ত হয়।#o
বাংলা৭১নিউজ/জেএস