জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে কয়েক দফায় ঘোষণা দেয়া হলেও চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় বিপাকে পড়েছেন গ্রাহকরা। লোকসানের আশঙ্কায় পর্যাপ্ত কেরোসিন ও ডিজেল মজুদ করছেন না পেট্রোল পাম্প মালিক ও ব্যবসায়ীরা।
পঞ্চগড়ের গ্রাহকদের অভিযোগ নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে কেরোসিন ও ডিজেল কিনতে হচ্ছে তাদের। তবে ব্যবসায়ীরা বলছেন সরকার নির্ধারিত মুল্যেই জ্বালানি বিক্রি করছেন তারা।
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের একটি গ্রাম কাজিপাড়া এখনো বিদ্যুত সুবিধার আওতায় আসেনি এই গ্রামের অধিকাংশ এলাকা। ছেলেমেয়েদের লেখাপড়া সহ বিভিন্ন কাজের জন্য কেরোসিন বাতির ওপর নির্ভর করে এখানকার মানুষ। বাজারে কেরোসিন তেলের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা।
ডিজেল ও কেরোসিনের সরকার নির্ধারিত দাম লিটার প্রতি ৬৮ টাকা। কিন্তু কাজীপাড়ার বাজারে প্রতি লিটার কেরোসিন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।
সরকার নির্ধারিত দামেই জ্বালানি বিক্রি করছেন বলে জানালেন ব্যবসায়ীরা।
তবে তেলের দাম কমানোর চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় পর্যাপ্ত মজুদ করা হচ্ছে না বলেও জানালেন তারা।