শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের পরিচয় শনাক্ত সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ঘোড়ার গাড়ি-মোটরসাইকেল শোভাযাত্রায় ইমামের রাজসিক বিদায় কিশোরগঞ্জে অষ্টমী স্নানে পূণ্যার্থীর ঢল দেশের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি: রাশেদ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পাপুয়া নিউ গিনি গাজায় প্রতিদিন ১০০ শিশু নিহত বা আহত হচ্ছে: জাতিসংঘ কর্মকর্তা পদ্মায় ঘুরতে গিয়ে নৌকাডুবিতে স্বামী-স্ত্রীর মৃত্যু রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, নেই যানজটের ভোগান্তি সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিনের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ বিতর্কিত ওয়াকফ বিল পাস, সংসদে বিলের কপি ছিঁড়ে যা বললেন ওয়াইসি অস্ত্র-ইয়াবাসহ বিএন‌পির ৫ নেতাকর্মী আটক ঢাকা থেকে মোটরসাইকেলে পঞ্চগড় ঘুরতে এসে প্রাণ গেল যুবকের খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ৩ প্রধান উপদেষ্টার সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য: রাশিয়া ২০১৫ সালের ছবি মোদিকে উপহার দিলেন ড. ইউনূস জীবিকার তাগিদে ফিরছে মানুষ, ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি

ঢাকা থেকে মোটরসাইকেলে পঞ্চগড় ঘুরতে এসে প্রাণ গেল যুবকের

রংপুর প্রতিনিধি:
  • আপলোড সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

বন্ধুদের সঙ্গে রাজধানী ঢাকা থেকে মোটরসাইকেলে পঞ্চগড়ে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় ফারহান আহমেদ সিয়াম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী মাহফুজ হাসান (৩০)।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে সেখানে সিয়াম মারা যান। তবে আহত মাহফুজ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এর আগে বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের অন্তর্গত সরকার পাড়া এলাকার বটতলীর বোদা-দেবীগঞ্জ সড়কে দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। তিনি ঢাকার নিউমার্কেট এলাকার এলিফ্যান্ট রোডে থাকতেন বলে জানা গেছে। আহত মাহফুজ হাসানের বাড়ি ঢাকার মিরপুরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ১৪টি মোটরসাইকেল নিয়ে ১৯ জন বাইক রাইডার টিম পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাইক ট্যুরে যাচ্ছিলেন। যাওয়ার পথে সরকারপাড়া এলাকার বটতলী স্থানে পৌঁছালে পঞ্চগড় থেকে আসা গরুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলে থাকা দুইজন পড়ে গিয়ে গুরুতর আহত হলে বাইকার টিম ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

পরে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে দ্রুত অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় হাসপাতালের সামনে সিয়াম মারা যান। এদিকে স্থানীয়রা ঘাতক ট্রাক ও ট্রাকটির সহকারীকে আটকে রাখেন।

বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় আহত একজনের মৃত্যু হয়েছে। আর স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com