খুলনার শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুকে গ্রেফতারে নগরীর শামসুর রহমান রোডে তার বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী।
আজ শুক্রবার ভোরে চালানো এই অভিযানে গ্রেনেড বাবুর বাসা থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি চাপাতি, দুইটি মোটরসাইকেল, নগদ ১২ লাখ ১২ হাজার টাকা ও তার ম্যানেজার সৌরভের বাসা থেকে আরও ১৩ লাখ ৯২ হাজার ৫৫৩ টাকা ও চার হাজার ২৪০ ভারতীয় রুপি উদ্ধার হয়।
ঘটনাস্থল থেকে গ্রেনেড বাবুর ভাই রাব্বি চৌধুরী, বাবা মিন্টু চৌধুরী ও ম্যানেজার সৌরভের মা সুষমা রানীকে আটক করা হয়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে পুলিশ, নৌবাহিনী ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্ত্রাসী গ্রেনেড বাবুকে পাওয়া যায়নি। তবে তার বাড়ি থেকে যৌথ বাহিনীর সদস্যরা একটি নাইন এমএম পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড পিস্তলের গুলি ও নগদ ১২ লাখ ১২ হাজার টাকা উদ্ধার করে।
তিনি আরও জানান, পরে গ্রেনেড বাবুর বাড়ির কাছে একটি মন্দিরের পাশে তার ম্যানেজার সৌরভের বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে মাদক বিক্রির ২৬ লাখ টাকা ও ভারতীয় চার হাজার ২৪০ রুপি উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্র উদ্ধার ও মানি লন্ডারিং আইনে দুইটি মামলা হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ