শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জীবিকার তাগিদে ফিরছে মানুষ, ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ মাদারীপুরে কুপিয়ে মৎসচাষির হাত বিচ্ছিন্ন টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত ব্যাংককে খলিল-ডোভাল আলাপচারিতা ১৫ জেলায় দাবদাহ শনিবার পর্যন্ত গরমের দাপট চলতে পারে চট্টগ্রামে জোড়া খুন নেপথ্যে আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ ট্রাম্পের শুল্ক বাংলাদেশ-শ্রীলঙ্কার পোশাকশিল্পে বড় ধাক্কা: নিউইয়র্ক টাইমস ট্রেনের পাওয়ার কারে আগুন : সন্দেহের তালিকায় সিগারেট ও জেনারেটর চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা মারা গেছেন বরেণ্য অভিনেতা মনোজ কুমার প্রেসিডেন্টকে অপসারণ করলো দ. কোরিয়া, ৬০ দিনের মধ্যে নির্বাচন রাত থেকে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ গাজার একাধিক স্কুলে ইসরায়েলের হামলা, ১৮ শিশুসহ নিহত ৩৩ যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার আসিয়ানের সদস্যপদের জন্য থাই অভিজাতদের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ব্যাংককে ড. ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক শুরু বিমসটেকের আমূল পরিবর্তনে তিনটি শূন্যের বিশ্ব গড়তে চায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কত শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় চোরাকারবারির মৃত্যু

সাতক্ষীরায় ঈদের রাতে মদপান, তিনজনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ঈদের রাতে বন্ধুরা মিলে মদপানে অসুস্থ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন কমপক্ষে ১৮ জন। তারা আশাশুনিসহ সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (২ এপ্রিল) সকালে আশাশুনি স্বাস্থ্য কপপ্লেক্সে ও সাতক্ষীরার দুটি হাসপাতালে তাদের মৃত্যু হয়।

এর আগে সোমবার ঈদের দিন রাতে আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের কাদাকাটি গ্রামের তেঁতুলিয়া বাজারে তারা মদপান করেন।

মৃতরা হলেন, তেঁতুলিয়া গ্রামের ফরহাদ গাজীর ছেলে নাজমুল হোসেন (৩৫), জাফর সরদারের ছেলে টিটু খান (৩৮) ও মোকামখালি গ্রামের কুদ্দুস সরদারের ছেলে ইমরান হোসেন (২৫)।

স্থানীয় বাসিন্দা সাহাবুদ্দিন জানান, ঈদের রাতে কাদাকাটি বাজার সংলগ্ন তেঁতুলিয়া বাজারের পাশে ১৫ থেকে ২০ জন বন্ধু মিলে মদপান করেন। এরপর একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার ভোরে সবাইকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। অসুস্থ ৭ থেকে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন জানান, বুধবার দুপুর পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ওসি বলেন, মদপান করে তাদের মৃত্যু হয়েছে বলে শুনেছি। এছাড়া অসুস্থ হয়ে ১৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রসুন কুমার জানান, এখানে একজন মারা গেছেন। বাকিরা সাতক্ষীরাসহ বিভিন্ন হাসপাতালে মারা গেছেন বলে শুনেছি।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com