বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়ান অ্যান্ড প্যাসিফিক অ্যাফেয়ার্সের প্রধান মুনিরা নোফাল আল দোসেরির সঙ্গে বৈঠক করেছেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।
স্থানীয় সময় সোমবার (১৭ মার্চ) বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়ান অ্যান্ড প্যাসিফিক অ্যাফেয়ার্সের প্রধানের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়ান অ্যান্ড প্যাসিফিক অ্যাফেয়ার্সের প্রধানের সঙ্গে রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ারের বৈঠকে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক উন্নয়নসহ প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয় নিয়ে আলোচনা হয়।
বাংলা৭১নিউজ/এসএকে