বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এবার রাজধানীতে নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ৩৭তম প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তাছবীর ও নাছিম কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিব মারা গেছেন আরও ৫০ হাজার টন চাল কিনবে সরকার গাজার ‘প্রধানমন্ত্রীকে’ হত্যা ইসরায়েলের অপপ্রচারের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন সিনেটরকে পাশে চাইলেন উপদেষ্টা যুদ্ধবিরতি ইস্যুতে চলছে ট্রাম্প-পুতিন ফোনালাপ সুইজারল্যান্ডে প্লেন বিধ্বস্ত, ৩ জন নিহতের শঙ্কা সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১৫৪৯৪৫ টাকা পার্বত্য উপদেষ্টার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পুলিশি তৎপরতায় ছিনতাই কমেছে: ডিএমপি কমিশনার বাংলাদেশের সংস্কার কর্মসূচিতে কাতারের সমর্থন ‘বিদেশিরা যেভাবে বলছেন সেই মাত্রায় সংখ্যালঘু নির্যাতন নেই’ সংখ্যালঘু নির্যাতন নিয়ে ব্যাপক ভুল তথ্য ছড়ানো হয়েছে: মার্কিন সিনেটর আরসা প্রধান আতাউল্লাহ ৫ সহযোগীসহ গ্রেফতার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর নতুন প্রধান মহিউল ইসলাম এসআই থেকে ইন্সপেক্টর হলেন ১২৯ কর্মকর্তা আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ গুতেরেসের সফর বাংলাদেশে সংস্কার এজেন্ডাকে আরও শক্তিশালী করেছে জুলাই সনদ বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে

২৮ মার্চের অগ্রিম টিকিট কিনতে ১ কোটি ১৬ লাখ হিট

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ঈদযাত্রা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ যারা টিকিট ক্রয় করেছেন তারা আগামী ২৮ মার্চ ভ্রমণ করতে পারবেন।

রেলওয়ে জানিয়েছে, আগামী ২৮ মার্চ সারাদেশে ভ্রমণের জন্য অগ্রিম টিকিট কাটতে সকাল ৮ টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত ১ কোটি ১৬ লাখ হিট বা টিকিট কাটার চেষ্টা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৮ টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। যাত্রী সাধারণের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮ টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ের তথ্য বলছে, পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল মিলিয়ে আগামী ২৭ মার্চ ট্রেনে যাতায়াতের জন্য ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর আসন সংখ্যা ৩৩ হাজার ১৯৯টি। সারা বাংলাদেশে এই আসন ১ লাখ ৭৫ হাজার ৬৩০টি।

সকাল ৮ টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের টিকিট বিক্রি হয়েছে ১০ হাজার ৬৬৭টি, সারাদেশের ১৪ হাজার ৫৯৮টি। সকাল ৮ টা ৩০ মিনিটে ঢাকা থেকে যাত্রার ১৪ হাজার ৫২২ এবং সারাদেশের ১৯ হাজার ৮৩৪ টি টিকিট বিক্রি হয়েছে।

এসব টিকিট বিক্রি শুরুর প্রথম ৩০ মিনিটেই টিকিট কিনতে দেড় কোটি হিট পড়ে বা টিকিট ক্রয়ের চেষ্টা করা হয়েছে৷ আগামী ২৮ মার্চ ভ্রমণের জন্য ঢাকা থেকে ছেড়ে যাওয়া পূ্র্বাঞ্চলের ট্রেনের টিকিট সংখ্যা ১৬ হাজার ৫৬৫ টি এবং পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সংখ্যা ১৬ হাজার ৬৩৪টি।

এর আগে গত রোববার (৯ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ, ৩০ মার্চের টিকিট ২০ মার্চ পাওয়া যাবে।

এছাড়া চাঁদ দেখার ওপরে ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে৷ ঈদযাত্রা সব টিকিট অনলাইনে ক্রয় করতে হবে। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

এছাড়া বিগত বছরগুলোতে ঈদযাত্রায় ৮ থেকে ১০ জোড়া বিশেষ ট্রেন চালাতো বাংলাদেশ রেলওয়ে। কিন্তু এবার সেটি কমিয়ে ৫ জোড়া করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২ নামে দুটি এক জোড়া ট্রেন চালানো হবে; ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৩ ও ৪ নামে একজোড়া ট্রেন চালানো হবে; ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৫ ও ৬ নামে এক জোড়া ট্রেন চালানো হবে; ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৭ ও ৮ নামে এক জোড়া ট্রেন চালানো হবে এবং জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পাবর্তীপুর ঈদ স্পেশাল ৯ ও ১০ নামে এক জোড়া ট্রেন চালানো হবে।

এছাড়া ঈদে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ৪৪টি (পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ২৮টি মিটারগেজ ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ৩৬টি ব্রডগেজ) যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ১৯টি (মিটারগেজ ১৪টি ও ব্রডগেজ থেকে ৫টি) লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেন ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের ডে-অফ (সাপ্তাহিক ছুটি) বাতিল করা হয়েছে। ২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেনের কোনো ডে-অফ থাকবে না। ঈদের পরে যথারীতি সাপ্তাহিক ডে-অফ কার্যকর থাকবে।

ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com