রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাপার ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সেই শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করলেন হিটু শেখ পাকিস্তানে সংঘর্ষে ২ সেনা ও ৯ সন্ত্রাসী নিহত প্রকাশিত হলো আসিফ মাহমুদের ‘জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু’ দেশে ফিরলেন আরাকান আর্মির হাতে আটক ২৬ জেলে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে যা বললেন ফখরুল বিএনপি শিক্ষা নেয়নি, দলটি নিশ্চিত বঙ্গোপসাগরে ডুববে শীর্ষ সন্ত্রাসী ইমনের সেকেন্ড-ইন-কমান্ড এজাজ মারা গেছেন ধর্ষণের পরিবর্তে ‘নারী নির্যাতন’ লেখার অনুরোধ ডিএমপি কমিশনারের ঈদ কবে, কী বলছে আবহাওয়া অধিদপ্তর আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করার অধিকার রাখে না: জামায়াত আমির গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে: নাহিদ ইসলাম চট্টগ্রাম মহানগরীতে আওয়ামী লীগ নেতাসহ ৩০ জন গ্রেফতার ‘মেড ইন ইন্ডিয়া’ লিখে পুরোনো পাঞ্জাবি বিক্রি, ২ লাখ টাকা জরিমানা জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ দুবাই প্রবাসীকে অপহরণের পর মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেফতার ৩ উপদেষ্টা মাহফুজের সেই মন্তব্যে যা বলল হেফাজত উপদেষ্টা সাখাওয়াতের সঙ্গে পাকিস্তানের মন্ত্রীর সাক্ষাৎ নতুন সংবিধান দিয়ে শহিদদের রক্তের বদলা নেব: নাসীরুদ্দীন পাটোয়ারী বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে: জাতিসংঘ মহাসচিব

ধর্ষণের পরিবর্তে ‘নারী নির্যাতন’ লেখার অনুরোধ ডিএমপি কমিশনারের

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ধর্ষণ শব্দটি ব্যবহার না করে নারী নির্যাতন বা নারী নিপীড়ন শব্দগুচ্ছ ব্যবহারের অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার ভবনে ‘হেল্প’ (হ্যারেজমেন্ট অ্যালিমিনেশন লিটারেসিন প্রোগ্রাম) নামে গণপরিবহনে নারীদের নিরাপত্তায় সহায়ক একটি অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আমি দুটি শব্দ খুব অপছন্দ করি। আমি অনুরোধ করব এই দুটি শব্দ বলবেন না। একটা ভুলে গেলাম, একটা এবার বলি। সেটা হলো ধর্ষণ শব্দটা ব্যবহার করবেন না প্লিজ। আমাদের শুনতে খুব খারাপ লাগে। আপনারা নারী নির্যাতন বলবেন, নারী নিপীড়ন বলবেন।

তিনি বলেন, আমাদের যে আইনটি আছে এটাও নারী ও শিশু নির্যাতন, এখানেও কোনো এ ধরনের শব্দ নেই। মূল হেডিং নারী ও শিশু নির্যাতন আইন। তাই যে শব্দগুলা শুনতে খারাপ লাগে আমরা না বলি।

গুলি করে ছিনতাইয়ের একটি ঘটনা এক টেলিভিশন চ্যানেলে বার বার দেখানো হচ্ছিল জানিয়ে ডিএমপির পুলিশ প্রধান বলেন, এসবি থেকে রিপোর্ট করছিল, কতবার দেখানো হয়েছে। আমি ওইদিন রিক্যুয়েস্ট করেছি প্রেসকে যে, প্লিজ এ ধরনের ঘটনা, যেগুলো মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করে, সেন্স অব ইনসিকিউরিটি ডেভেলপ করে তা দেখাবেন না। আপনারা পেশাগতভাবে এটা প্লিজ দেখবেন।

এমন কোনো সিন/অবসিন বিষয় যদি বারবার না দেখান তাহলে আমার মনে হয় ভালো হয়। অপরাধের ক্ষেত্রে শ্যুটিং হয়ে ছিনতাই হয়েছে, এটা যদি বার বার দেখান তাহলে মানুষের মধ্যে সেন্স অব ইনসিকিউরিটি ডেভেলপ করে। তাহলে বোধহয় আর এ শহরে বসবাস করা গেলো না। কিন্তু এই যে ঘটনা, এটা তো খুবই কম। শ্যুটিং ইনসিডেন্টের ঘটনা খুবই কম।

ছিনতাইয়ের ঘটনা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, রোজা শুরুর পর থেকে আমার জানামতে ছিনতাই খুবই কম। একটি রিপোর্ট এসেছে আমাদের কাছে। একজন কল সেন্টারের মহিলা কর্মী, উনি যাচ্ছিলেন, তার ব্যাগটা এক হোন্ডাচালক টান দিয়ে নিয়ে গেছে। তার একটা মোবাইল ছিল, তা নিয়ে গেছে। এছাড়া ছিনতাইয়ের ঘটনা ইনশাআল্লাহ নাই। বাকি আমাদের টার্গেট যাতে ঈদ পর্যন্ত ভালো থাকতে পারি।

অনুষ্ঠানে জানানো হয় হেল্প অ্যাপের মাধ্যমে ঢাকা মহানগরীর গণপরিবহনে কোনো নারী সহিংসতার শিকার হলে তাৎক্ষণিক সহায়তা চাইতে পারবেন, জরুরি সেবা নিতে পারবেন এবং ঘটনাটি রিপোর্ট করতে পারবেন।

ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের উদ্যেগে ‘পাইলট প্রকল্প’ হিসেবে ঢাকার বসিলা থেকে সায়েদাবাদ সড়কে প্রাথমিকভাবে এটা বাস্তবায়ন হবে।

মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে সায়েদাবাদ পর্যন্ত চলা বাসে কিউআর কোড স্থাপন ও এই অঞ্চলে অবস্থানরত স্বেচ্ছাসেবীদের সহায়তায় সহিংসতার শিকার নারীরা এই সেবা নিতে পারবেন।

গণপরিবহনে হেল্প অ্যাপে পাওয়া অভিযোগকে প্রাথমিক অভিযোগ বা এফআইআর হিসেবে ধরে পুলিশ কাজ করবে বলে জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, সেক্ষেত্রে কাউকে থানায় যেতে হবে না। এরপর থেকেই যখন কোনো অ্যাকশনের দরকার হবে, এটা ধরেই আমরা মামলা নেব।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com