বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ওআইসিভুক্ত মিশন প্রধানদের কাছে ভোটের প্রস্তুতি তুলে ধরবেন সিইসি রোহিঙ্গাদের নিয়ে আইসিজে মামলায় আমরা সফল হতে চাই : প্রধান উপদেষ্টা ছাত্র ফেডারেশন-ছাত্র ইউনিয়ন নেতাসহ ১২ জনের নামে মামলা বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবদল-বিএনপির সংঘর্ষ, আহত ৩০ রেলের মাফিয়া ম্যাক্সের আলমগীরের দুর্নীতির খোঁজে দুদকের অভিযান মাগুরার শিশুটির অবস্থার আরও অবনতি, দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শমী কায়সার রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা কামাল রিমান্ডে, নেত্রী নদী গ্রেপ্তার সচেতন না করে ভ্যাট বাড়িয়ে তামাক নিয়ন্ত্রণচেষ্টা ব্যর্থ : প্রেসসচিব যা ইচ্ছা করুন, ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট শাহবাগিদের আবির্ভাব কোনোভাবেই বরদাশত করা যায় না: ইশরাক রাজধানীতে সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৯৭ জাতিসংঘ মহাসচিব আসছেন বৃহস্পতিবার, যাবেন রোহিঙ্গা ক্যাম্পে পরিচয় মিলেছে জয়ন্তী নদীর পাড়ে পড়ে থাকা নারী-শিশুর বৃহস্পতিবার ২ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তিতে রোগীরা মসজিদে ঢুকে ৩ ভাইকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার অনুমতি ছাড়া সড়ক কাটাকাটি-খোঁড়াখুঁড়ি করলে ব্যবস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য: ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ চাদ ও বাংলাদেশ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর বায়ু গুণগত মান মানদণ্ডে ২০২৪ সালে মাত্র সাতটি দেশ উত্তীর্ণ হয়েছে, এমন তথ্য মঙ্গলবার প্রকাশিত হয়েছে। গবেষকরা সতর্ক করেছেন, পরবর্তী সময়ে দূষণের বিরুদ্ধে লড়াই আরও কঠিন হবে, কারণ যুক্তরাষ্ট্র তাদের বৈশ্বিক মনিটরিং উদ্যোগ বন্ধ করে দিয়েছে।

২০২৪ সালে চাদ এবং বাংলাদেশ ছিল বিশ্বের সবচেয়ে দূষিত দেশ, যেখানে গড়ে পাওয়া দূষণের মাত্রা ডব্লিউএইচও এর নির্দেশিকাগুলির চেয়ে ১৫ গুণেরও বেশি ছিল, সুইস এয়ার কোয়ালিটি মনিটরিং কোম্পানি আইকিউএয়ারের তথ্য অনুযায়ী।

আইকিউএয়ার জানিয়েছে, শুধুমাত্র অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাহামাস, বার্বাডোস, গ্রেনাডা, এস্টোনিয়া এবং আইসল্যান্ডই ডব্লিউএইচও এর বায়ু গুণগত মান মানদণ্ড পূর্ণ করতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তসংস্থা রয়টার্স।

এশিয়া এবং আফ্রিকার দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য তথ্যের অভাব রয়েছে, এবং অনেক উন্নয়নশীল দেশ তাদের দূষণের স্তর ট্র্যাক করতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট ভবনে স্থাপিত এয়ার কোয়ালিটি সেন্সর ব্যবহার করত। তবে, সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দফতর এই স্কিমটি বন্ধ করেছে বাজেট সংকটের কারণে, এবং গত সপ্তাহে ১৭ বছরের বেশি ডেটা যুক্তরাষ্ট্রের সরকারি এয়ার কোয়ালিটি মনিটরিং সাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি সায়েন্স ম্যানেজার ক্রিস্টি চেস্টার-শ্রডার বলেছেন, প্রধানত আফ্রিকার দেশগুলোতে, যেখানে এসব সেন্সর ছিল, এটি তাদের জন্য একটি বড় ক্ষতি হবে, কারণ অনেক সময় এগুলিই ছিল তাদের একমাত্র পাবলিকলি অ্যাক্সেসযোগ্য, রিয়েল-টাইম এয়ার কোয়ালিটি মনিটরিং ডেটা।

২০২৩ সালের আইকিউএয়ারের তালিকা থেকে চাদ বাদ পড়লেও, ২০২২ সালে এটি ছিল সবচেয়ে দূষিত দেশ। চাদে গড়ে পিএম২.৫ কণিকার মাত্রা ৯১.৮ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার (মিগ্রা/ঘনমিটার) ছিল, যা ২০২২ সালের তুলনায় সামান্য বেশি।

ডব্লিউএইচও এর পরামর্শ অনুযায়ী, পিএম২.৫ কণিকার মাত্রা ৫ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার এর বেশি হওয়া উচিত নয়, তবে ২০২৪ সালে মাত্র ১৭% শহরই এই মানে পৌঁছাতে পেরেছিল।

ভারত, যা চাদ, বাংলাদেশ, পাকিস্তান এবং কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রের পর পাঁচ নম্বরে রয়েছে, সেখানে গড়ে পিএম২.৫ কণিকার মাত্রা ৫০.৬ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার ছিল, যা গত বছরের তুলনায় ৭% কম। তবে দেশটির ২০টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে ১২টি ছিল ভারতে, যেখানে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ভারী শিল্পাঞ্চল বাইরনিহাট শহরটি ছিল শীর্ষে, যার গড়ে পিএম২.৫ ছিল ১২৮ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার।

এয়ার কোয়ালিটির এই পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, কারণ জলবায়ু পরিবর্তন দূষণের মাত্রা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ আমেরিকার কিছু অংশে তীব্র এবং দীর্ঘকালব্যাপী বন দাবানল দূষণের পরিমাণ বৃদ্ধি করেছে।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআইসি)-এর ক্লিন এয়ার প্রোগ্রামের পরিচালক ক্রিস্টা হ্যাসেনকপফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এই প্রোগ্রাম বন্ধ হওয়ার ফলে অন্তত ৩৪টি দেশ নির্ভরযোগ্য দূষণ ডেটা পাওয়ার সুযোগ হারাবে।

এই উদ্যোগটি যেখানে স্থাপিত ছিল, সেই শহরগুলোতে এয়ার কোয়ালিটি উন্নত করেছে, জীবনযাত্রার মান বাড়িয়েছে এবং এমনকি মার্কিন কূটনীতিকদের জন্য ঝুঁকির ভাতা কমিয়েছে, যার ফলে এটি নিজেই লাভজনক হয়েছে, তিনি বলেন।

তিনি আরও বলেন, এটি বিশ্বের বায়ু গুণগত মান প্রচেষ্টার জন্য একটি বড় আঘাত।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com