বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জাতিসংঘ মহাসচিব আসছেন বৃহস্পতিবার, যাবেন রোহিঙ্গা ক্যাম্পে পরিচয় মিলেছে জয়ন্তী নদীর পাড়ে পড়ে থাকা নারী-শিশুর বৃহস্পতিবার ২ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তিতে রোগীরা মসজিদে ঢুকে ৩ ভাইকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার অনুমতি ছাড়া সড়ক কাটাকাটি-খোঁড়াখুঁড়ি করলে ব্যবস্থা শাপলা চত্বর ম্যাসাকার, হাসিনা-বেনজিরসহ ৫ জনের নামে পরোয়ানা জারি ধর্ষণের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, যুবকের বাধা বিএসএফের থেকে ২ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি টেস্ট ড্রাইভের নামে গাড়ি নিয়ে চম্পট, সতর্ক থাকার নির্দেশ বাধা উপক্ষে করে যমুনায় যাওয়ার চেষ্টা, পুলিশের জলকামান-লাঠিচার্জ যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করছে ইইউ কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ জনের যাবজ্জীবন ধর্ষণচেষ্টার কারণে হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে খুন চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর কাছে মিলল ৫০ লাখ টাকার সোনা এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না যমুনায় যেতে পুলিশের বাধা, সড়কে শুয়ে পড়েছেন শিক্ষকরা সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য: ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ চাদ ও বাংলাদেশ ৫ দফা দাবি আদায়ে চিকিৎসকদের মহাসমাবেশ

গাজায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, ইসরাইলের বিরুদ্ধে কড়া নিন্দা জাতিসংঘের

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

জাতিসংঘ সোমবার ইসরাইলের গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে এবং হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পদক্ষেপ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডের বেসামরিক নাগরিকদের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে।  

সোমবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ইসরাইল ইতোমধ্যেই গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করেছে এবং এবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। এতে গাজার একমাত্র পানিশোধনাগারও কার্যত অচল হয়ে পড়েছে, যা হামাসের ওপর চাপ প্রয়োগের একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে।  

জাতিসংঘের মানবাধিকার দফতরের মুখপাত্র সাইফ মাগাঙ্গো এএফপিকে দেওয়া এক ইমেইল বিবৃতিতে বলেন, ইসরাইলের সিদ্ধান্ত অত্যন্ত উদ্বেগজনক, কারণ এটি গাজার জনগণের ওপর আরও মানবিক সংকট চাপিয়ে দিচ্ছে।  তিনি বলেন, গাজায় মানবিক সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র প্রবেশে নিষেধাজ্ঞার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে।  

তিনি আরও জানান, বিদ্যুৎ না থাকলে এবং জ্বালানি প্রবেশ বন্ধ থাকলে গাজার অবশিষ্ট পানিশোধনাগার, হাসপাতাল ও বেকারিগুলো বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়বে, যা সাধারণ জনগণের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।  

যুদ্ধবিরতি আইন লঙ্ঘন করছে ইসরাইল  

মাগাঙ্গো বলেন, ইসরাইল যেহেতু গাজায় দখলদার শক্তি হিসেবে রয়েছে, তাই আন্তর্জাতিক আইনের অধীনে ফিলিস্তিনি জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত করার দায়িত্ব তার রয়েছে।  

তিনি সতর্ক করে বলেন, একটি সশস্ত্র গোষ্ঠীর ওপর চাপ প্রয়োগের উদ্দেশ্যে সাধারণ জনগণের জন্য মৌলিক চাহিদার পথ বন্ধ করা হলে তা আন্তর্জাতিক আইনে ‘সমষ্টিগত শাস্তি’ হিসেবে বিবেচিত হতে পারে, যা অত্যন্ত গুরুতর উদ্বেগের বিষয়।  

যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত  

এদিকে, সোমবার ইসরাইলি আলোচক দল কাতারের উদ্দেশে রওনা হয়েছে, যেখানে গাজা যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।  

এর আগে যুদ্ধবিরতির প্রথম ধাপ ১ মার্চ শেষ হয়, তবে যুদ্ধ বন্ধ করতে আরও ধাপের বিষয়ে কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। যুদ্ধ বন্ধে কোনো স্থায়ী সমাধান এখনো দেখা যাচ্ছে না।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com