কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই-নাঙ্গলকোট) সংসদীয় আসনের বিএনপির সাবেক সংসদ-সদস্য (এমপি) গফুর ভূঁইয়ার সমর্থকদের হামলায় জাতীয় প্রেস ক্লাবের ১৩ কর্মচারী আহত হয়েছেন। সোমবার বিকালে প্রেস ক্লাব অডিটোরিয়ামে ইফতার পার্টিকে কেন্দ্র করে ওই হামলা হয়।
হামলার শিকার প্রেস ক্লাবের কর্মচারী সাইফুল ইসলাম ও একাধিক প্রত্যক্ষদর্শী জানান, এমপি গফুর ভূঁইয়া সমর্থকরা জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের ব্যানারে একটি ইফতার পার্টি আয়োজন করার জন্য হল বুকিং চান।
বিএনপির একটি পক্ষের আপত্তির কারণে প্রেস ক্লাব কর্তৃপক্ষ বুকিং দিতে অস্বীকৃতি জানায়। সোমবার সন্ধ্যায় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এসে গফুর ভূঁইয়ার সমর্থকরা হলের বিদ্যুৎ লাইন চালু করতে বলেন।
কর্মচারীরা তাদের অফিসে যোগাযোগ করতে বললে তারা ক্ষিপ্ত হয়ে ক্লাবের কর্মচারীদের ওপর হামলা চালান এবং তারা প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় ভিআইপি লাউঞ্জে ঢুকে কর্মচারীদের মারধর করেন। এতে পাঁচ কর্মচারী গুরুতর আহত হয়েছেন।
তাছাড়া ৮-১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহতরা হলেন-মো. জালাল, সাইফুল ইসলাম, মামুন, লিংকন ও ফরিদ। এ ঘটনায় তিন হামলাকারীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া বলেন, নাঙ্গলকোটের বিএনপির নেতা গফুর ভূঁইয়ার সমর্থকরা জোর করে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠান করতে চান- এতে বাধা দিলে তারা হামলা করে আট কর্মচারীকে আহত করে।
বাংলা৭১নিউজ/এসএইচ