ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও গাজাবাসীকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের কাছে থাকা অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি চেয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। খবর বিবিসি ও সিএনএনের।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে বুধবার (৫ মার্চ) ট্রাম্প বলেছেন, ‘শালোম হামাস’- অর্থাৎ তুমি এটাকে হ্যালো অথবা বিদায়— যে কোনোটিই বেছে নিতে পারো।
পরে নয়, এখনই সব জিম্মিকে মুক্তি দাও।তিনি বলেন, অবিলম্বে তোমরা যেসব লোককে খুন করেছ, তাদের সব মৃতদেহ ফিরিয়ে দাও, নইলে সব শেষ হয়ে যাবে। কেবল অসুস্থ এবং বিকৃত লোকেরাই মৃতদেহ রাখে, আর আমি মনে করি তোমরা অসুস্থ এবং বিকৃত!
ট্রাম্প বলেন, আমি ইসরায়েলকে কাজ শেষ করার জন্য যা যা প্রয়োজন তা পাঠাচ্ছি, যদি তোমরা আমার কথামতো কাজ না করো তাহলে একজন হামাস সদস্যও নিরাপদ থাকবে না। আমি সেইসব প্রাক্তন জিম্মিদের সঙ্গে দেখা করেছি, যাদের তোমরা মুক্তি দিয়েছ।
তোমরা তাদের জীবন ধ্বংস করে দিয়েছ।তিনি বলেন, এটা তোমাদের জন্য শেষ সতর্কবার্তা। এখনো সুযোগ আছে, এটাই গাজা ছেড়ে যাওয়ার জন্য তোমাদের শেষ সময়। যদি তোমরা জিম্মিদের আটকে না রাখো তাহলে গাজার জনগণের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে।
আর যদি তোমরা এটি না করো, তাহলে তোমরা বাঁচতে পারবে না। একটি বুদ্ধিমান সিদ্ধান্ত নাও। এখনই জিম্মিদের মুক্তি দাও, নইলে পরে চরম মূল্য দিতে হবে!
বাংলা৭১নিউজ/এসএইচ