শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এবার পরিবেশ বিভাগে নজর ট্রাম্পের, রাতারাতি ৮০০ কর্মী ছাঁটাই ত্রিপুরায় নারী-শিশুসহ ১৩ বাংলাদেশি আটক রিজভী-এ্যানী যোগ দেবেন নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন ইলিয়াস কাঞ্চন রোজা শুরু কবে, জানা যাবে শনিবার গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনায় ইসরায়েল-হামাস ভাঙ্গা থানার ওসি গ্রেফতার প্রস্তুতি শেষ, ভিড় বাড়ছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মধ্যরাত থেকে দুই মাস পদ্মা-মেঘনায় মাছ ধরা বন্ধ সিরাজদিখানে শিশুকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা, আসামির বাড়ি ভাঙচুর রমজান উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরের সুলভ মূল্যে ডিম-দুধ-মাংস বিক্রি শুরু ইসলামী ব্যাংক খুলনা জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত ইসলামী ব্যাংক যশোর জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত জিম্মি ২৯ জেলেকে ফিরিয়ে দিল আরকান আর্মি বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করতে আগ্রহী চীন জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত সমাপ্ত করতে হবে: তথ্য উপদেষ্টা মাহফুজ রোজা শুরুর আগেই হঠাৎ দ্বিগুণ তিন পণ্যের দাম শেওড়াপাড়ায় কাঁচাবাজারে আগুন, ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ৬.১ মাত্রার ভূমিকম্প নেপালে, কাঁপল বাংলাদেশও

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন ইলিয়াস কাঞ্চন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় ব্যর্থতার দায়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেছেন, যে উপদেষ্টার আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার সামর্থ্য নেই, তাকে বসিয়ে রাখা হয়েছে। তাকে সরিয়ে উনার জায়গায় একজন যোগ্য মানুষকে নিয়োগ দেওয়া হোক।

‘দেশের মানুষের এখন কথা বলার সুযোগ এসেছে, কিন্তু সে কথা কেউ শুনছে না। এ কথা বলার কোনো মূল্য নেই’- বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের গণশক্তি সভা আয়োজিত ‘জনদুর্ভোগ ও স্থানীয় সরকার বিভাগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, দেশে এখন যে পরিস্থিতি চলছে, সেটা ঘরে বসে উপলব্ধি করা যাবে না। আইনশৃঙ্খলা না থাকায় মানুষ ঘর থেকে বের হতে পারছে না।

তিনি বলেন, আমরা ১৬ বছর পরে যে বড় অর্জন করেছি, সেটি চুপসে যাচ্ছে। কোনো জায়গায় সঠিকভাবে কাজ হচ্ছে না। শুধু অর্থনীতি কিছুটা ভালো হয়েছে, বাকি কোনো জায়গায় উন্নতি হয়নি।

তিনি বলেন, এখন আশায় গুড়েবালি। এ সরকারের মাধ্যমে একটি সুন্দর নির্বাচন হবে, ফ্যাসিজম শেষ হবে, সুন্দর রাষ্ট্র হবে, মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, সেটা সম্ভব নয়।

তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা না থাকলে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে? এ উপদেষ্টা থাকলে হবে না। গত ছয় মাসে পুলিশের সংস্কারই হলো না। নতুন দল এলো, তাদের মধ্যে মারামারি কাটাকাটি, সারাদেশে চলছেই। আমরা আরও দুর্যোগের মধ্যে যাচ্ছি।

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, দেশবাসী যে সংস্কার চায়, সেটা হয়নি। বরং যে লাউ সেই কদু।

এসময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, জনগণের কথা শুনুন। সেভাবে রাষ্ট্র চালান।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com