শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাজধানীজুড়ে পুলিশের ৫৫০ টহল টিম, ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৫৬ বরিশালের নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত, কম সিলেটে সোনারগাঁয়ে ছিনতাইয়ের পর দেবরকে আটকে রেখে ভাবিকে গণধর্ষণ ৯ বছর আগে গুম দুই ভাই, তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ঢাকার পরিবহন ব্যবস্থার উন্নয়নে কারিগরি সহায়তা দেবে টিএফএল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত মায়ের কবরেই চিরনিদ্রায় গেলেন অঞ্জন গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদি পালানোর সময় বিমানবন্দরে আ’লীগ নেতা গ্রেফতার দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবিহ পড়ার আহ্বান ৩০ লাখ টাকা ও প্রতিমাসে ভাতা পাবে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার রামপুরায় গাড়িচাপায় মোটরসাইকেলচালক নিহত, রমজান বাসে আগুন ভারত থেকে সাড়ে ১০ হাজার মেট্রিক টন চাল আনল সরকার আবরার হত্যা: আসামিপক্ষে আর লড়বেন না শিশির মনির বনানী রেললাইনের ওপর পড়েছিল ব্যবসায়ীর মরদেহ যোগদান করেই কর্মকর্তাদের যে নির্দেশনা দিলেন সচিব মিজানুর চিকিৎসকরা যেভাবে দাঈ হয়ে উঠবেন, জানালেন আজহারী সাবেক মন্ত্রী ও তার স্ত্রীর ৩৫ ব্যাংক হিসাব, লেনদেন ৪ হাজার কোটি অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৭৪৩ ট্রেনে প্রেমিকাকে ধর্ষণ ও হত্যায় যুবকের ফাঁসি

চিকিৎসকরা যেভাবে দাঈ হয়ে উঠবেন, জানালেন আজহারী

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

জননন্দিত ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী বলেছেন, ‘দাওয়া ইলাল্লাহ মূলত আমরা মৌখিকভাবে দিয়ে থাকি। তবে মৌখিক দাওয়াতের চেয়ে প্রাকটিক্যাল দাওয়াত অনেক বেশি কার্যকরী। 

তিনি বলেন, আমরা যখন তাফসিরে কথা বলি, মসজিদে খুতবা দেই সেটা থেকে মানুষ কিন্তু শিখে। তবে আমরা যদি আমাদের আচার-আচরণ দিয়ে মানুষকে কোনো একটা বার্তা দিতে পারি সেটা তাদের মনে বেশি প্রভাব ফেলবে। 

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চিকিৎসকদের নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

আজহারী বলেন, আমি মনে করি, প্রাকটিক্যাল দাওয়াতের সুযোগটা আপনাদের মতো ডাক্তারদের বেশি। ধরেন, আমি যদি কুরআনের একটা আয়াত বলি তাহলে লোকজন মনে করবে- ওনি তো হুজুর মানুষ আয়াত তো বলবেনই। কিন্তু যদি কোনো একজন ডাক্তার কুরআনের আয়াত বলে তাহলে তার প্রভাব অনেক বেশি পড়বে। 

একটি উদাহরণ টেনে আজহারী বলেন, ‘আবার ধরেন, পাঁচ ওয়াক্ত নামাজ আমরা সবাই পড়ি। এখানে ক্রেডিট নেওয়ার কিছু নাই। কিন্তু যখন একজন ডাক্তার পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে পড়বেন তখন সেটা মানুষ ভিন্নভাবে নেবে। তখন লোকজন বলবে- দেখো, এতো ব্যস্ততার পড়েও তিনি নিয়মিত নামাজ পড়েন। তিনি তো চাইলে এসব রোগীও দেখতে পারতেন। তো এভাবে চিকিৎসকদের কিন্তু দাওয়াতের কাজ করার সুযোগ অনেক বেশি।

দাওয়াতের মধ্যমপন্থা নিয়ে তিনি বলেন, ‘আমরা যখন ইসলাম শিখবো-শিখাবো, বুঝবো- বুঝাবো; এ সব ক্ষেত্রেই আমাদেরকে মধ্যমপন্থা অবলম্বন করতে হবে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে আমরা যেন চরমপন্থায় না যাই। আবার অতিরিক্ত লিবারেলও যেন না হয়ে যাই। আমরা যেন একটা মধ্যমপন্থা অবলম্বন করি।

‘এজন্যই আল্লাহ তায়ালা বলেছেন, ‘যে নবী আপনি মানুষকে আল্লাহর পথে ডাকুন প্রজ্ঞার সঙ্গে, সুন্দর সুন্দর উপদেশের মাধ্যমে। এবং কখন যদি তর্কবিতর্কেও জড়াতে হয় তাহলে সেখানেও উত্তম পন্থা অবলম্বন করুন’।

তিনি চিকিৎসকদের উদ্দেশ্য করে আরও বলেন, ‘চিকিৎসা পেশা অনেক বড় একটি সম্মানজনক পেশা। কেননা, আপনারা জনগণকে যেভাবে সরাসরি সেবা দিতে পারেন সেটা অন্য কেউ এমনভাবে পারেন না। আপনারা আহতদের সেবা দিতে পারেন, আগুনে পোড়া রোগীসহ হাজারো রোগের সেবা আপনারা দিতে পারেন।

আমি যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার মনটা কিন্তু অনেক নরম থাকে। তার মধ্যে একটা অসহায়ত্ব কাজ করে। ওইরকম একটা অবস্থায় তারা আপনাদের কাছে সেবা নিতে যান। ফলে আপনাদের কিন্তু দাওয়াতের কাজ করার সুযোগ অনেক বেশি। আর এসব ক্ষেত্রে মৌখিক দাওয়াতের চেয়ে প্রাকটিক্যাল দাওয়াত বেশি কার্যকরী।

আজহারী আরও বলেন, হজরত ওমর ফারুক (রা.) তার ছাত্রদেরকে প্রায়ই বলতেন, ‘তোমরা আল্লাহর রাস্তায় বের হয়ে যাও এমন অবস্থায় যেন তোমরা চুপচাপ’। তখন ছাত্ররা বলতেন, দাওয়াতের কাজ করতে বলতেছেন আবারও চুপচাপও থাকতে বলতেছেন! তাহলে কীভাবে দাওয়াত দেব। তখন ওমর (রা.) বলতেন, ‘তোমরা তোমাদের আখলাক দিয়ে দাওয়াত দাও’।

হজরত আয়েশার (রা.)  কাছে যখন জানতে চাওয়া হতো রাসুল (সা.)-এর আচরণ কেমন ছিল? তখন তিনি বলতেন, ‘কুরআনই ছিল রাসুল (রা.) চরিত্র।তিনি যখন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন মনে হতো যেন জীবন্ত একটা কুরআন হেঁটে হেঁটে যাচ্ছে’।

সবশেষ তিনি বলেন, তাহলে এসব হাদিস থেকে আমরা বুঝতে পারি- মৌখিক দাওয়াতের চেয়েও প্রাকটিক্যাল দাওয়াত অনেক বেশি কার্যকর।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com