৭৫তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বরেণ্য শিল্পী হাশেম খান। ১৬ এপ্রিল জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে আয়োজিত হলো তার জন্মদিন ঘিরে আনন্দ অনুষ্ঠান। জন্মদিনে প্রকাশিত হলো শিল্পীর লেখা শিশুতোষ গ্রন্থ কটিক।
একজন চিত্রকর, প্রচ্ছদ শিল্পী, বই নকশাকার, পোস্টার ডিজাইনার কিংবা শিশুসংগঠক যে পরিচয়েই পরিচিত হন না কেন , তাঁর সব কিছুই উৎসারিত হয়েছে শিল্পবোধ থেকে। তিনি শিল্পী হাশেম খান। এদিন ৭৫রে পদার্পন তাঁর। তাঁকে ঘিরেই জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে আনন্দ আয়োজন। কিন্তু এসব আর কিছু তাঁকে টানে না। জন্মদিনে তাই চাওয়া- পাওয়ার কিছু নেই তাঁর, এখন শুধুই কাজ করে যেতে চান মানুষের জন্য।
আনন্দ আয়োজন কমিটির উদ্যগে শিল্পী হাশেম খানের ৭৫তম জন্মদিনে শিল্পীকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন বিভিন্ন মাধ্যমের গুণী ব্যক্তিরা। তবে দেশের অগ্রজ শিল্পীদের উপস্থিতি ছিল হাতে গোনা, শিল্পীদের চেয়ে বেশি ছিলেন রাজনীতিকরা। জন্মদিনে প্রকাশিত হয় শিল্পী হাশেম খানের লেখা কিশোরসাহিত্যের বই কটিক। তাঁর চিত্রকলা নিয়ে শিল্পসমালোচক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের লেখা গ্রন্থ ‘হাশেম খানের কাজ’ও প্রকাশিত হয়েছে একইদিনে।
– See more at: http://independent24.tv/2016/04/17/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%ad%e0%a7%ab%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/#sthash.pVY3rYT6.dpuf