বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মাহফুজ আলম নতুন তথ্য উপদেষ্টা জুলাইয়ে কিছু ক্ষেত্রে বিক্ষোভকারীদের খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় গ্যাসের দাম এক টাকা বাড়ানোরও যুক্তি নেই: জোনায়েদ সাকি এপ্রিলে কর্ম ভিসার নতুন আবেদন প্রক্রিয়া শুরু কর‌বে ইতা‌লি এবারও ২৫ মার্চ রাতে ১ মিনিট অন্ধকারে থাকবে দেশ রাজধানীতে খালের টেকসই উন্নয়নে সহায়তা করবে বিশ্বব্যাংক পাকিস্তানকে ৪০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের, দুশ্চিন্তায় দিল্লি প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেট অবরোধ : ঘটনাস্থলে সেনা সদস্যরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা বাংলাদেশ ও রাশিয়া সহযোগিতা অব্যাহত থাকবে ১৯ দিনে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার সাড়ে ১০ হাজার ছাড়ালো স্ত্রী-মাসহ সাঈদ খোকনের ৯০ কোটি টাকার বিনিয়োগ অবরুদ্ধ, জব্দ বাড়ি নতুন ছাত্র সংগঠনের নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ যাকাত সমাজে ধনী-দরিদ্রের বৈষম্য দূর করে: কাদের গনি চৌধুরী মহাখালীতে রাস্তা অবরোধ, তীব্র যানজট স্ত্রী-সন্তানসহ এনায়েত উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা নতুন ছাত্র সংগঠন ঘোষণার আগেই হাতাহাতি ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে তাসকিন ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু ১১ মার্চ আমরা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই: ডা. শফিকুর রহমান

নির্বাচন বিলম্ব হলে কাদের সুবিধা : তারেক রহমান

কুমিল্লা প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন রেখে বলেছেন, বাংলাদেশে এ মুহূর্তে যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে কারা সুবিধা পাবে, কাদের স্বার্থ উদ্ধার হবে? এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, ‘আমরা যেহেতু ভোটের রাজনীতিকে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা নির্বাচন চাইব।

জনগণের কাছে ভোট চাইব, এটি একটি স্বাভাবিক ব্যাপার। একটি স্বাভাবিক ব্যাপারকে কিছুসংখ্যক লোক কেন অস্বাভাবিক করছেন, সেটি আমাদের চিন্তা করে দেখতে হবে। এখানে অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য আছে কি না, সেটি আমাদের ভেবে দেখতে হবে।’ গতকাল টাউন হল প্রাঙ্গণে আয়োজিত কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক আমিন-উর-রশিদ ইয়াছিন, সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।

তারেক রহমান বলেন, ‘একটি রাজনৈতিক দলের পরিকল্পনাকে যদি সফল করতে হয়, তাহলে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে ভোটের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করা।

রাজনৈতিক দল হিসেবে আমাদের অর্থাৎ বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে ভোট চাওয়া এবং নির্বাচন করা। আজকে আমরা দেখছি, কিছুসংখ্যক ব্যক্তি, কিছুসংখ্যক সংগঠন হঠাৎ করে কথায় কথায় বলে উঠে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করে। বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমরা যেহেতু জনগণের শাসনে বিশ্বাস করি, জনগণের রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করি, আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা তো নির্বাচনের কথা বলব।’

তিনি বলেন, ‘আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি, বাংলাদেশে যদি আমরা গণতন্ত্রেরের ভিত্তি রচনা করতে পারি, গণতন্ত্রের চর্চাকে যদি অব্যাহত রাখতে পারি, তাহলে এই দেশকে আর দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।

আমরা যত বেশি গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে পারব, তত বেশি দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারব। দেশের সব মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে পারব।’

তারেক রহমান বলেন, ‘গত ১৫-১৬ বছর বিএনপি অত্যাচার, নির্যাতন, গুম, গায়েবি মামলা, মিথ্যা মামলা এসব পার করেছে। আমাদের হয়তো অনেক প্রতিবন্ধকতা আছে। কিন্তু এই প্রতিবন্ধকতাগুলো পর্যায়ক্রমে অতিক্রম করে আরও দৃঢ়ভাবে জনগণের আকাক্সক্ষা পূরণ করতে হবে।

সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে। এই চেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে। বিএনপি জনগণের কথা বলে। এই দলের কাছে যখন সুযোগ থাকে, দল চেষ্টা করে কীভাবে জনগণের প্রত্যাশা পূরণ করা যায়।

একটি রাজনৈতিক দলের লক্ষ্য, উদ্দেশ্য ও পরিকল্পনা থাকে কীভাবে নীতি-আদর্শকে জনগণের কাছে নিয়ে যাবে, কীভাবে জনগণের কাছে দলকে সম্পৃক্ত করাবে। রাজনৈতিক দল সরকার গঠন করলে পরিকল্পনা অনুযায়ী দেশ পরিচালনা করবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com