ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্তিতে রাজধানী কিয়েভে সফর করছেন কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। এদিকে বিদেশি নেতারা কিয়েভে পা রাখতেই সেখানে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। খবর এএফপির।
স্থানীয় সময় সোমবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের প্রতি সমর্থন প্রকাশ করে দেশটিতে সফরে আসেন বিভিন্ন দেশের নেতারা। ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডের লেয়েন, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ছাড়াও ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুনিয়া, নরওয়ে, স্পেন এবং সুইডেনের নেতারাও ইউক্রেনে সফর করছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করে রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত দুপক্ষের মধ্যে সংঘাত চলছেই।
এদিকে কয়েক বছর ধরে চলা এই যুদ্ধের কথা স্মরণ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনীয়দের ‘দুঃসাহসিক বীরত্ব’ এবং ‘তিন বছর ধরে চলা যুদ্ধ প্রতিরোধের’ প্রশংসা করেছেন।
তিন বছর আগে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। সে সময় ইউক্রেনে প্রবেশ করে রাশিয়ার ট্যাঙ্ক এবং রাজধানী কিয়েভ দখলের চেষ্টা করা হয়।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে যে, তারা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকির কারণে দেশব্যাপী সতর্কতা জারি করেছে।
বাংলা৭১নিউজ/এসএইচ