আমেরিকার পেনসিলভেনিয়ার ইয়র্ক শহরের ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতালে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে। বন্দুকধারী ডায়োজেনেস আর্চেঞ্জেল অর্টিজ (৪৯) পুলিশ গুলিতে নিহত হন।
ইয়র্ক কাউন্টির জেলা অ্যাটর্নি টিম বার্কার জানান, অর্টিজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ঢুকে কর্মীদের জিম্মি করে। পুলিশ পৌঁছালে তিনি গুলি চালান, এতে পুলিশ কর্মকর্তা অ্যান্ড্রু ডুয়ার্তে নিহত হন। আহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা ও তিন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
বন্দুকধারী একটি ব্যাগে হ্যান্ডগান ও জিপ টাই নিয়ে আসেন এবং আইসিইউতে প্রবেশ করেন। পুলিশ তাকে বোঝানোর চেষ্টা করলেও তিনি এক কর্মীকে জিম্মি করে করিডোরে বের হন। এরপর পুলিশ তাকে গুলি করে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো রোগী আহত হননি এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। গভর্নর জোশ শাপিরো নিহত পুলিশ কর্মকর্তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে নিরাপদ স্থানগুলোতে সহিংস হামলার সংখ্যা বেড়েছে। গান ভায়োলেন্স আর্কাইভ জানিয়েছে, চলতি বছরের প্রথম দুই মাসেই অন্তত ৩৭টি গণহারে গুলি চালানোর ঘটনা ঘটেছে।
সোর্স: সিএনএন
বাংলা৭১নিউজ/এসএইচ