রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যে সময় কেউ সাহস করেনি, তখন ৩১ দফা দিয়েছিল বিএনপি : তারেক রহমান বাংলাদেশি হিসেবে নিজেকে পরিচয় দিতে আমি গর্ববোধ করি নাইজেরিয়ায় বাস-জ্বালানি ট্যাঙ্কারের সংঘর্ষে নিহত ১৪ এক সপ্তাহে ১০ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি ইসলামী ব্যাংক বরিশাল জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত বুড়িমারী স্থলবন্দর ২২ দিন বন্ধ থাকার পর পাথর আমদানি শুরু পূবালী ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে এসি বিস্ফোরণে নিহত ২ বেস্ট রেটেড ব্যাংক অ্যাওয়ার্ড অর্জন শাহ্জালাল ইসলামী ব্যাংকের চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ২৪১ রানে গুটিয়ে গেল পাকিস্তান ফেব্রুয়ারির প্রথম ২২ দিনে রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার সারাদেশে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৫৮৫ দারিদ্র্য দূরীকরণে যাকাতের বিকল্প নেই : ধর্ম উপদেষ্টা নির্বাচনকে যারা পিছিয়ে নিতে চায় তাদের ওপর জঙ্গিভূত ভর করেছে পোশাক খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ পঞ্চম বিয়ে করায় স্বামীকে কুপিয়ে হত্যা, চতুর্থ স্ত্রী গ্রেফতার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ‘উপদেষ্টা কিংবা সদস্য হইনি বরং দায়িত্ব নিয়েছি’ বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার গেছে ‘উগ্র বাম কমিউনিস্টদের’ ভোটের জন্য

১০ জনের দল নিয়েও পয়েন্ট আদায় মিয়ামির

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

ম্যাচের ২৩ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয়েছিল ইন্টার মিয়ামি। তবুও আশা হারায়নি লিওনেল মেসিরা। প্রবল আত্মবিশ্বাসী মিয়ামি শেষ পর্যন্ত এক পয়েন্ট আদায় করেই নিয়েছে নিউইয়র্ক সিটির কাছ থেকে। শেষ মুহূর্তের নাটকীয় গোলে ২-২ গোলে ড্র করেছে ১০ জন নিয়ে খেলা ফ্লোরিডাভিত্তিক ক্লাবটি।

রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমের উদ্বোধনী ম্যাচ খেলতে নামে গেল মৌসুমের চ্যাম্পিয়ন মিয়ামি।

দারুণভাবেই মৌসুম শুরু করেন মেসি। দলের দুটি গোলেই ছিল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকার অবদান। যদিও পূর্ণ তিন পয়েন্ট আদায় করতে না পারার হতাশা ঘিরে ধরেছে মেসিদের। ম্যাচের শেষ দিকে রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে হলুদ কার্ডও দেখেন মেসি।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামি মিয়ামির হয়ে সমতাসূচক গোলটি করেন তেলাসকো সেগোভিয়া। এমএলএসে অভিষেক ম্যাচে অতিরিক্ত সময়ের ১০ মিনিটে গোল করে ১০ জনের মিয়ামিকে রক্ষা করেন তিনি।

ম্যাচের ৫ মিনিটে মেসির অ্যাসিস্টে ‘সাপোর্টার্স শিল্ড’ বিজয়ী মিয়ামিকে এগিয়ে দেন টমাস অ্যাভিলেস। দুর্ভাগ্যজনকভাবে প্রথম গোলের ১৮ মিনিট পর নিউইয়র্ক সিটির আলোনসো মার্টিনেজের নিশ্চিত গোলের পথে বাধা দেওয়ায় (পেছন থেকে টেনে ধরায়) সরাসরি লাল কার্ড দেখেন তিনি। ফলে ১০ জনের দলে পরিণত হয় মিয়ামি।

এরপর নিউইয়র্ক সিটি দ্রুত সমতা ফেরায়। ফ্রি-কিক থেকে মাক্সি মোরালেস বল বাড়ান মিতজা ইলেনিচের দিকে। ডান দিক থেকে নিচু শটে মিয়ামি গোলরক্ষক অস্কার উস্তারিকে পরাস্ত করেন ইলেনিচ।

৫৫ মিনিটে আদ্রিয়ান মার্টিনেজ গোল করে নিউইয়র্ক সিটিকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে। মিয়ামির জর্দি আলবার ভুল পাস কাজে লাগান তিনি। চলতি মৌসুমের এটি মার্টিনেজের প্রথম গোল।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে একের পর এক আক্রমণ চালায় মিয়ামি। শক্তি বাড়াতে ৫৯ মিনিটে ২১ বছর বয়সী ভেনেজুয়েলান ফুটবলার সেগোভিয়াকে লুইস সুয়ারেজের বদলি হিসেবে মাঠে নামেন মিয়ামি কোচ হ্যাভিয়ের ম্যাসচেরানো। চলতি মৌসুমে পর্তুগালের প্রিমেইরা লিগায় দুই ম্যাচ খেলে ইন্টার মিয়ামিতে যোগ দেন সেগোভিয়া।

৭২ মিনিটে মেসির দুর্দান্ত ফ্রি-কিক নিউইয়র্ক সিটির গোলরক্ষক ম্যাট ফ্রিস ঠেকিয়ে দেন। ৮০ মিনিটে ফেডেরিকো রেদোনদোর একটি শট গোলপোস্টের বাইরে চলে যায়।

রেফারি অ্যালেক্সিস দা সিলভা দ্বিতীয়ার্ধে ১১ মিনিট অতিরিক্ত সময় যোগ করেন। ফ্রিসের ইনজুরি এবং ভিএআর চেকের কারণে কিছু সময় নষ্ট হওয়ায় এই সময় দেওয়া হয়।

১০০ মিনিটে গোলের সুযোগ তৈরি করেন সেগোভিয়া। মাঝমাঠ থেকে বল ধরে মেসিকে পাস দেন এবং দ্রুত গোলমুখে দৌড় দেন। মেসি নিখুঁতভাবে বল ফিরিয়ে দেন, আর সেগোভিয়া ঠান্ডা মাথায় এগিয়ে আসা নিউইয়র্কের গোলরক্ষক ফ্রিসের মাথার ওপর দিয়ে গোল করেন।

এতে ২-২ সমতায় ফেরে মিয়ামি। পেয়ে যায় একটি পয়েন্টও।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com