শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে নিয়ে অ্যালেক্স কাউন্টসের বই ‘স্মল লোনস, বিগ ড্রিমস’ নিজ বাড়িতে হামলার শিকার দিতিকন্যা লামিয়া, জানালেন ভয়াবহ অভিজ্ঞতার কথা বাসে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি: পুলিশ সুপার ট্রাম্পের ‘২১ মিলিয়ন ডলার’ মন্তব্যে ভারতের রাজনৈতিক মহলে তোলপাড় সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাকাত গুরুত্বপূর্ণ এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় আরও একজন গ্রেপ্তার অনেক নৃগোষ্ঠী ভাষা বিলুপ্তি ঝুঁকিতে আগে আসতো ৪০০ ট্রাক পাথর, এখন ৭০ চাকরি স্থায়ী করার দাবিতে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ জমি নিয়ে বিরোধে চেয়ারম্যানের বাড়িতে হামলা, নারী নিহত আড়াই বছর আগে দেশ পুনর্গঠনের কথা বলেছে বিএনপি: তারেক রহমান মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি গ্রেপ্তার সরকার একা পারবে না, আমাদের প্রত্যেককেই পরিবর্তনের অংশ হতে হবে ‘মৎস্যকে শিল্প বানালে এর মূল চরিত্র নষ্ট হয়ে যাবে’ ফাগুনের দুপুরে ঢাকায় শিলাবৃষ্টি খিলগাঁওয়ের গ্যারেজপট্টি এখন ধ্বংসস্তূপ, পুড়ে ছাই ২৪ গাড়ি রংপুরে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ অপরাধীদের আইনের আওতায় আনার প্রস্তাব ক্যাবের তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের দাবি টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে ব্যর্থ রাষ্ট্র: জামায়াত আমির

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

১৯৫২ সালের ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জামায়াত আয়োজিত আলোচনা সভা তিনি এই মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ‘৫২-এর ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। এসব শহীদদের নিয়ে রাজনীতি করা হলেও তাদের পরিবারকে মূল্যায়ন করা হয়নি। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল এ দায় তাদের।

তিনি আরও বলেন, ‘একাত্তরে যারা শহীদ হয়েছে ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চ এই জাতি মোটামুটি তাদের স্মরণ করে। কতটা মর্যাদা দিতে পারে, তা আলোচনার বিষয়। অনুরূপভাবে যারা ভাষা আন্দোলনের জন্য জীবন দিয়েছেন অন্তত একুশে ফেব্রুয়ারি সেই দিনটির কথা স্মরণ করুন, তাদের পরিবারকে বুকে টানুন আর সম্মান জানান। তাহলে তারা কিছুটা হলেও প্রশান্তি পাবেন। আর বর্তমান প্রজন্ম এখান থেকে শিক্ষা নেবে।’

আফসোস করে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা ইতিহাসের নায়কদের সম্মান দিতে জানি না। উল্টো ইতিহাস বিকৃত করি। কিন্তু ইতিহাস নির্মম, কাউকে ছাড় দেয় না। তবে বিকৃতকারীরা সবসময়ই ইতিহাসের আস্তাকুঁড়ে পড়ে গিয়েছে৷’

আওয়ামী লীগ সরকার সাড়ে ১৫ বছর জাতিকে বড় জ্বালাতন করেছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, ‘ইতিহাসকে কেটে টুকরো টুকরো করেছে দলটি। সব জায়গায় অন্যায্যভাবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল। প্রত্যেক জাতির যুবসমাজ সাধারণত অন্যায়ের বিরুদ্ধে থাকে, বৈষম্যের বিরুদ্ধে থাকে। আমাদের যুবকরাও সেই গৌরব ধারণ করে চলেছে।’

জোর করে যে ইতিহাস তৈরি করা হয়, তা প্রচণ্ড চাপে বিলুপ্ত হয়ে যায় উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘এটি কারো জন্য সুখকর নয়। বরং ইতিহাসে যার যেখানে জায়গা, তাকে অবশ্যই সেখানে দিতে হবে। যদি ভালো লাগার মানুষকে ইতিহাসের সামনে নিয়ে আসেন, আর ভালো না লাগার মানুষকে যদি ফেলে দেন সেটা ইতিহাস নয় হবে গল্প। তাই ইতিহাসের নামে আমর কোনো গল্প দেখতে চাই না।’

ভাষা আন্দোলনে তমুদ্দিন মজলিশ, অধ্যাপক গোলাম আযমসহ সংশ্লিষ্ট সবার অবদান সরকারিভাবে সামনে আনার উদ্যোগ নেয়ার আহ্বান জানান জামায়াত আমির।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com