শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নতুন বাংলাদেশ গড়তে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান মির্জা ফখরুলের সেই শিরি বিবাসের আসল মরদেহ পাঠাল হামাস বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ধামরাইয়ে স্ত্রীর সামনে যুবদল নেতাকে পিটিয়ে হত্যা আসছে রমজান ও গরমে কোনো লোডশেডিং হবে না : জ্বালানি উপদেষ্টা চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি : টাঙ্গাইলে চারজনকে গ্রেফতার ‘মফিজ’ বলায় রংপুরে গ্রামীণ ও কুটির শিল্পমেলায় ভাঙচুর এনবিআরের সাবেক দুই চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার মামলা বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার কারা পেয়েছে? যা বললেন ট্রাম্প আমন চাল সংগ্রহে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি সাভারে পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ বেনাপোল সীমান্তে এবার বসেনি দুই বাংলার মিলনমেলা মিয়ানমারে সেনাবাহিনীর হামলায় ১০ দিনে নিহত ৫৩ স্থানীয় সরকারব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রস্তাব যানজটে আটকা জামায়াত আমির, ছাড়াতে গিয়ে প্রাণ গেলো কর্মীর যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প রাজধানীতে চাপাতি আতঙ্ক, নেপথ্যে কিশোর গ্যাং ব্রাজিলে বাস দুর্ঘটনায় ১২ শিক্ষার্থী নিহত গোপনে বিয়ে সারলেন নারগিস ফাখরি! মিরপুরে এক রাতে ছয় স্থানে ডাকাতি, আতঙ্কে ব্যবসায়ীরা

ঢাকায় জাকাত মেলা শুরু শনিবার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের যে স্বপ্ন তৈরি হয়েছে তা বাস্তবায়নে শনিবার (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাকাত মেলা ২০২৫। এবারের মেলার প্রতিপাদ্য ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে জাকাত’।

২০২৪ সালের জুলাই বিপ্লবের পর দেশের জনগণের মধ্যে একটি বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা বাস্তবায়নে জাকাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জাকাত দান নয়, এটি ধনীদের সম্পদে দরিদ্রের অধিকার।

বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জাকাত ফেয়ার আয়োজনের ঘোষণা দেন ফেয়ার অর্গানাইজিং কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আবদুল মজিদ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের নির্বাহী পরিষদের কনভেইনার এবং রহিম আফরোজ গ্রুপের গ্রুপ পরিচালক মুনওয়ার মিসবাহ মঈন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া ও সিজেডএম-এর হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স কর্নেল অব: মুহাম্মদ জাকারিয়া হোসেন। জাকাত ফেয়ার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজকরা জানান, জাকাত একটি সামাজিক আন্দোলন, বৈষম্য দূর করে একটি মর্যাদাপূর্ণ সমাজ গঠন করতে সাহায্য করে। এই আয়োজনে, আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি- সমৃদ্ধ আগামীর জন্য সচেতনভাবে জাকাত দিন দারিদ্র্য হ্রাস, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে ভূমিকা রাখুন।

শনিবার বেলা ১১টায় রাজধানীর গুলশান তেজগাঁও লিংক রোডে এ অবস্থিত আলোকিত কনভেশন সেন্টারে এ ফেয়ারের উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে (সিজেডএম)-এর উদ্যোগে ২২ ও ২৩ ফেব্রুয়ারি শনি ও রোববার অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাকাত ফেয়ার।

এবারের জাকাত ফেয়ারে স্পন্সর হিসেবে রয়েছে রহিম আফরোজ, খাদিম সিরামিকস, কোহিনুর কেমিক্যাল, রহিম চিল, সাউথ ব্রিজ, হজ ফাইনান্স কোম্পানি, আইডিএলসি ইসলামিক, এসএমসিসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান। ফেয়ারে বিভিন্ন আর্থিক ও জাকাত প্রতিষ্ঠানের স্টলসহ জাকাত কনসালটেশন ডেস্ক ও বিভিন্ন ইসলামিক বইয়ের স্টল থাকবে।

সংবাদ সম্মেলনে ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেন, আমরা মনে করি, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর দেশের জনগণের মধ্যে একটি বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের যে স্বপ্ন তৈরি হয়েছে তা রূপায়নে জাকাত একটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সঠিকভাবে জাকাত দিলে শুধু অভাবীদের সহায়তা করা নয় বরং তাদের আত্মনির্ভরশীল করে তোলা, যেন তারা ভবিষ্যতে দাতা হতে পারে।

তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে এক লাখ কোটি টাকার জাকাত হয়। ইউএনডিপির সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী দেশে প্রায় ৪ কোটি ১৭ লাখ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বাস করছেন। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী দেশে ১ কোটি ৮৭ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছেন। দেশে প্রায় ১৩ শতাংশ মানুষ ক্ষুধা নিয়ে ঘুমাতে যান।

কিন্তু কল্পনা করুন, যদি এক লাখ কোটি টাকা জাকাত সঠিকভাবে ব্যবহৃত হতো, তাহলে বাংলাদেশে কেউ অভুক্ত থাকতো না। ১ লাখ কোটি টাকা যদি ১ কোটি ৮৭ লাখ তীব্র খাদ্য নিরাপত্তাহীন মানুষদের মাঝে বণ্টন করা হয় তাহলে জনপ্রতি ৫৩ হাজার ৪৭৫ টাকা করে পড়ে যা একটি মানুষের সারা বছরব্যাপী খাদ্য যোগানের জন্য যথেষ্ট।

বাংলাদেশে সিজেডএম এর মতো প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থাপনায় ১০০০ কোটি টাকার জাকাত বিতরণ করলে ৫৩ লাখ মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত করা সম্ভব। জাকাত হচ্ছে একটি আন্দোলন, যা দিয়ে দেশ থেকে পুরোপুরি দারিদ্র্য দূরীকরণ সম্ভব, আর এটি করতে গেলে দরকার সিজেডএম এর মতো আরও অনেক প্রতিষ্ঠান। প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থাপনার এই আন্দোলন ছড়িয়ে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে কাজ করছে সিজেডএম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের জাকাত ফেয়ার চলাকালীন মোট সাতটি অধিবেশন অনুষ্ঠিত হবে। ‘রোল অর ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স ইন ইকোনমিক ইম্পাওয়ারমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভলপমেন্ট’ শীর্ষক উদ্বোধনী সেমিনার অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি বেলা ১১টায়। এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন ওয়ার্ল্ড জাকাত অ্যান্ড ওয়াকফ ফোরামের সেক্রেটারি জেনারেল দাতুক ড. মোহাম্মদ গাজালি নুর, সাবেক খাদ্যমন্ত্রী লে. জে. (অব:) এম নুরুদ্দীন খান।

উদ্বোধনী সেমিনারে সভাপতিত্ব করবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। মেলায় নারীদের জন্য ‘নারী জীবনে জাকাত, সাদাকাহ ও ওয়াক্ফ অনুশীলনের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার ও প্রশ্নোত্তর বিশেষ অনুষ্ঠান এবং একই সময় অন্য হলে অনুষ্ঠিত হবে ‘জাকাত ক্যালকুলেশন ওয়ার্কশপ’।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com