শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে ব্যর্থ রাষ্ট্র: জামায়াত আমির ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বৈঠক: ঐক্যমত্য হলো না বাজার: বোতলজাত সয়াবিনের সংকট, বেড়েছে লেবুর দাম গণতান্ত্রিক শক্তিকে সার্বক্ষণিক সজাগ থাকতে হবে: তারেক রহমান বাংলাদেশের পক্ষে সেমিফাইনালে ওঠার সমীকরণ ২৬ ফেব্রুয়ারির মধ্যে নতুন দলের নাম ঘোষণা একুশের প্রথম প্রহরে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন অমর একুশে ফেব্রুয়ারি আজ হৃদয়ের বীরোচিত সেঞ্চুরিতে ২২৮ রানের পুঁজি বাংলাদেশের সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা উত্তরায় চীনা নাগরিককে হত্যার পর বিদেশ পালালেন সহকর্মীরা অপারেশন ডেভিল হান্টে আরও ৪৯২ জন গ্রেফতার দিনদুপুরে কুপিয়ে টাকা নিল ছিনতাইকারী, অনিশ্চয়তায় শিক্ষাজীবন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত : বিজিবি প্রধান সাবেক গভর্নর আতিউর ও অর্থনীতিবিদ বারাকাতের বিরুদ্ধে মামলা ঢাকায় জাকাত মেলা শুরু শনিবার চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা অর্থ পাচার: বেনজীর ও তার স্ত্রী-কন্যাদের নামে মামলা এবার ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণে আনতে ব্যবস্থা নিতে নির্দেশ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

এসএসসি ও এইচএসসি পাস করা শিক্ষার্থীদের অবসর সময়ে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) নিয়ে আসতে কার্যকর ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, আজকের ডিসি সম্মেলনে অনেক বিষয়েই আলোচনা হয়েছে। এরমধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, এসএসসি-এইচএসসি পাস করার পর ছাত্ররা যে সময়টা পায়, সেই সময়ে যেন তাদেরকে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) নিয়ে আসার ব্যাপারে কার্যকর ভূমিকা রাখতে ডিসিদের পরামর্শ দিয়েছি। আমরা বলেছি সব শিক্ষার্থী নিয়ে যেন একটা ডাটাবেজ করা হয়, এসময় তারা বলেছেন (ডিসি) যারা প্রশিক্ষণ নিয়েছেন প্রত্যেকেরই ডাটাবেজ আছে।

তিনি বলেন, আমরা বলেছি শুধু প্রশিক্ষণ নেওয়াদেরই নয়, সব শিক্ষার্থীর ডাটাবেজ থাকতে হবে এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। এছাড়া যারাই বিদেশে যেতে চায়, তাদের জন্য জেলা এবং বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কতোটা কার্যকর ভূমিকা রাখছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, শুধু টিটিসি নয়, বাংলাদেশের সব সেক্টরেই বড় বড় বিল্ডিং আছে, কর্মকর্তা-কর্মচারী আছে, কিন্তু সেবা নেই। এটি আমার কথা, ছয় মাসের অভিজ্ঞতা। আমরা প্রাণান্তকর চেষ্টা করছি সেই জায়গাগুলোতে কিছু করার।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় বালুমহল নিয়ে কথা হয়েছে। ডিসিরা জানিয়েছেন, অবৈধভাবে যারা বালু উত্তোলন করেন, তাদেরকে ধরা হলেও তারা নাকি দ্রুত জামিন পেয়ে যান। এ বিষয়টা নিয়ে তারা কনসার্ন। তাদেরকে অবহিত করেছি আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com