২০১৭ সালে নতুন আইফোনের জন্য স্যামসাংয়ের কাছ থেকে ডিসপ্লে কিনবে অ্যাপল। দ্য কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে জানানো হয়, নতুন আইফোনের জন্য স্যামসাংয়ের অর্গানিক লাইট এমিটিং ডায়োড (ওএলইডি) ডিসপ্লের ফরমাশ দিচ্ছে অ্যাপল। অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যে স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা থাকলেও নতুন আইফোনের ডিসপ্লে সরবরাহের জন্য স্যামসাংয়ের সঙ্গে একটি চুক্তি করেছে মার্কিন প্রতিষ্ঠানটি।
চুক্তি বিষয়ে স্যামসাং ও অ্যাপল কর্তৃপক্ষ অবশ্য মুখ খুলতে নারাজ। তবে প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট কাল্ট অব ম্যাকের তথ্য অনুযায়ী, বার্ষিক হিসাবে স্যামসাং ডিসপ্লে বিভাগ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ১০ কোটি ইউনিট করে ওএলইডি ডিসপ্লে নেবে অ্যাপল। এর আগে খবর রটেছিল, অ্যাপলকে ডিসপ্লে সরবরাহ করতে একটি আলাদা কারখানা তৈরি করছে স্যামসাং।
২০১৫ সালে নয় ইঞ্চির চেয়ে ছোট মাপের স্ক্রিনের ক্ষেত্রে বিশ্বের ২৩ শতাংশ ডিসপ্লে সরবরাহ করেছে স্যামসাং। স্যামসাংয়ের পরে রয়েছে জাপান ডিসপ্লে (১৬ শতাংশ) ও এলজি ডিসপ্লে (১৪ শতাংশ)। এই দুটি প্রতিষ্ঠানও অল্প কিছু ডিসপ্লে অ্যাপলকে সরবরাহ করে।