সিরাজগঞ্জের কামারখন্দে বন্ধুর বাড়ীতে বেড়াতে এসে ফুলজোর নদীতে গোসলে নেমে তিন কলেজছাত্র নিখোঁজ হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঝাঁটিবেলাই গ্রামে কাছে ফুলজোড় নদীতে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিখোঁজদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে সবাই সিরাজগঞ্জ শহরের বাসিন্দা বলে জানা গেছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা অপু জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে খোঁজাখুজি শুরু করা হয়েছে। কাউকে পাওয়া যায়নি। রাজশাহীর ডুবুরী দলকে অবহিত করা হয়েছে। তারা আসলে পুনরায় তল্লাশি চালানো হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ